বাহরাইনের সংস্কৃতি মন্ত্রী শেখা মাই বিন্তে মোহাম্মদ আল খলিফাকে বহিষ্কার করেছে দেশটির সরকার।
মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই দোহা নিউজের বরাতে জানিয়েছে, একটি অনুষ্ঠানে বাহরাইনে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান সংস্কৃতি মন্ত্রী। এ কারণে তাকে বহিষ্কার করেছে দেশটির সরকার।
আব্রাহাম চুক্তির মাধ্যমে ২০২০ সালে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়ার বিরোধী ছিলেন সংস্কৃতি মন্ত্রী শেখা মাই বিন্তে মোহাম্মদ আল খলিফা।
ঘটনাটি ঘটে গত ১৬ জুন। এদিন বাহরাইনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্টেফেন বান্ডির বাবার মৃত্যু উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যান বাহরাইনের সংস্কৃতি মন্ত্রী ও ইসরাইলের রাষ্ট্রদূত। যখন তাকে ইসরাইলের রাষ্ট্রদূতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় তখন তিনি হাত মেলাতে অস্বীকৃতি জানান এবং তিনি তখনই ওই অনুষ্ঠান থেকে বের হয়ে যান। যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলে যান, তিনি এ অনুষ্ঠানে যে এসেছেন সেটির কোনো ছবি প্রকাশ না করা হয়।
এর কয়েকদিন পরই তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে ২০২০ সালে বাহরাইন ছাড়াও আরব আমিরাত, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এটির মধ্যে মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরব দেশগুলো সিদ্ধান্ত নিয়েছিল, ফিলিস্তিনিদের তাদের অধিকার ও প্রাপ্য বুঝিয়ে না দিয়ে কখনো ইসরাইলের সঙ্গে সম্পর্ক করবে না। কিন্তু সেটি তারা ভঙ্গ করে।