জাতীয়

উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে বিজয়ী যারা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।   মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে এই ভোটগ্রহণ।

এরপর শুরু হয় গণনা। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষণা করা হতে থাকে

নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন, তাদের তালিকা তুলে ধরা হলো।

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম স্বপন ঘোড়া প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন।

লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৩৩ হাজার ১৩৫ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুক ইমরুল কায়েস।

এ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মাইদুল ইসলাম সরকার বাবু (উড়জাহাজ) এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে নির্বাচিত হয়েছেন ছামসুন নাহার মিলি (পদ্ম ফুল)।

চাচাকে হারিয়ে প্রথমবারের মতো লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হলেন রাকিবুজ্জামান আহমেদ।

তিনি লালমনিরহাট ২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের  সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হয়েছেন জাবির হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন শিউলী রানী রায়।

ঝালকাঠি: জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৩৩ হাজার ৯৪৩ ভোট পেয়ে খান আরিফুর রহমান বিজয়ী হয়েছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে লস্কর আসিফুর রহমান দিপু ও ভাইস চেয়ারম্যান (মহিলা) উম্মে সালমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে জেলার নলছিটি উপজেলায় সালাহউদ্দিন খান সেলিম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আর ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনিরুজ্জামান মনির এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আয়শা আক্তার রিনা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ১৫ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তোফাইল আহামদ।

আর ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোহাম্মদ কামাল উদ্দিন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সানজিদা আক্তারকে বিজয়ী হয়েছেন।

নীলফামারী: বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার (রানা) দোয়াত-কলম প্রতীকে ৩২ হাজার ৩৬৬ ভোট পেয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩৬ হাজার ৬৩৬ ভোট পেয়ে চশমা প্রতীকের নির্বাচিত হয়েছেন মহসিন মণ্ডল মিঠু। অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্ম ফুল প্রতীকে ৩০ হাজার ৪৮৪ ভোট পেয়ে সানজিদা বেগম লাকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রাঙামাটি

রাঙামাটির কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে নাছির উদ্দিন,  উবাচ মারমা ও বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

তিন উপজেলা মিলে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে রাজস্থলী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পদ দুটিতে ভোট হয়নি।

বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে যুবলীগ নেতা সেখ ওয়াহিদুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খাতুন নির্বাচিত হয়েছেন।

চিতলমারীতে চেয়ারম্যান পদে আবু জাফর মো. আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান পদে কাজী আজমীর আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা মল্লিক নির্বাচিত হয়েছেন।

মোল্লাহাটে চেয়ারম্যান পদে শাহিনুল আলম ছানা পুনর্নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. নজরুল ইসলাম মিল্টন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রীনা পারভীন নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নার্গিস বেগম পুনরায় নির্বাচিত হয়েছেন।

ঘাটাইলে আরিফ হোসেন ও কালিহাতীতে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএসএম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

আজাদ সিদ্দিকী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর ছোট ভাই।

গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ নির্বাচনে ছাইদুর রহমান স্বপন ও আখাউড়ায় মনির হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

ছাইদুর রহমান আইনমন্ত্রী আনিসুল হকের ফুফাতো ভাই ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মনির হোসেন আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক।

ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কাজী শাহ জামান বাবুল এবং সালথায় মো. ওয়াদুদ মাতুব্বর বিজয়ী হয়েছেন।

কক্সবাজার

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেব।

পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত নবগঠিত ঈদগাঁও উপজেলা। ২০২১ সালের ২৬ জুলাই ঈদগাঁও উপজেলা গঠন করা হয়।

পিরোজপুর 

কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. আবু সাঈদ মনু। ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন মো. মৃদুল আহম্মেদ সুমন। ফাতেমা ইয়াসমিন পপি মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।

নেছারাবাদ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আব্দুল হক। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন মো. শফিকুল ইসলাম সুমন। মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন তুলি মন্ডল।

চাঁদপুর

চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে মো. হুমায়ুন কবির, হেলাল উদ্দিন মিয়াজী ও মকবুল হোসেন পাটোয়ারী।

কুমিল্লা

বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া কামাল।

সদর দক্ষিণ উপজেলায় আবদুল হাই বাবলু চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তৃতীয় হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভাই গোলাম সারোয়ার।

মাদারীপুর 

জেলার কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বিজয়ী হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন মো. ইকবাল হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আরিফা আক্তার বীথি।

কুষ্টিয়া

মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে জিতেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম। কুমারখালীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্না খাঁন, দৌলতপুরে সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই বুলবুল আহম্মেদ চৌধুরী এবং ভেড়ামারা উপজেলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের ভাগ্নির স্বামী আবু হেনা মস্তফা কামাল মুকুল চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।

নোয়াখালী

জেলার সেনবাগ উপজেলায় স্থানীয় সংসদ সদস্য মোরশেদ আলমের ছেলে সাইফুল আলম দিপু চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। সোনাইমুড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল চেয়ারম্যান পদে জিতেছেন। চাটখিল উপজেলায় বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির পুনর্নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *