শুক্রবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর এলিমিনেটর ম্যাচে দক্ষিণের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। ওভার প্রতি ৬.৫ রানরেটে খেলতে নেমে প্রথমেই চাপের মুখে পড়ে হায়দ্রাবাদ। ৬৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়ার্নারের হায়দ্রাবাদ। বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এই ১৩১ রান তুলতে শেষ ওভার পর্যন্ত যেতে হয় ওয়ার্নারের হায়দ্রাবাদকে। তবে, কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও জেসন হোল্ডারের বদৌলতে কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করে হায়দ্রাবাদ। পঞ্চম উইকেটে তাদের ৬৫ রানের জুটি, দলকে জয়ের দিকে নিয়ে যায়।
৪৪ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস উইলিয়ামসনকে এনে দেয় ম্যাচসেরা তকমা। এরই সাথে আইপিএলে চতুর্দশ হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।
রোববার ফাইনালে যাওয়ার লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে ওয়ার্নারের হায়দ্রাবাদের এই দল।