বিনোদন

কলকাতার উৎসবে জায়গা হয়নি বাংলাদেশি সিনেমার, তবে

এবারের কলকাতার চলচ্চিত্র উৎসবে জায়গা হয়নি বাংলাদেশের সিনেমার। গেল বছরের ৪ ডিসেম্বর শুরু হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ)।

যেখানে ২৯টি দেশের ১৮০টি সিনেমা স্থান পায়। সেই তালিকায় ছিল না বাংলাদেশের কোনো সিনেমা। রাজনৈতিক পটপরিবর্তন ও ভিসা জটিলতাকে কারণ হিসেবে উল্লেখ করে এমন তথ্য জানিয়েছিল উৎসব আয়োজকরা।
কলকাতায় বাংলাদেশের সিনেমার জায়গা না হলেও উদারতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঠিকই থাকছে ভারতীয় সিনেমা।

শনিবার (১১ জানুয়ারি) ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শুরু হবে ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। নয় দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের ২২০টির মতো সিনেমা। এই উৎসবে দেখানো হবে ভারতীয় পাঁচ সিনেমা।

এর মধ্যে রয়েছে টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘পদাতিক’। তালিকায় রয়েছে পরিচালক শমীক রায় চৌধুরীর ‘বেলাইন’। রয়েছে পরিচালক যতলা সিদ্ধার্থর ‘ইন দ্য বেলি অব আ টাইগার’, পরিচালক অভিলাষ শর্মা’র ‘সোয়াহা’ এবং পরিচালক উজ্জ্বল পালের ‘ক্লার্ক’।

শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। উদ্বোধনী আসরে সংগীত পরিবেশন করবে ব্যান্ড ‘জলের গান’।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে চীনের চিউ ঝ্যাং পরিচালিত ‘মুন ম্যান’। এদিন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর উদ্বোধন হবে। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন।

ঢাকা উৎসবের সিনেমাগুলো প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, নর্থসাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়াম ও গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়ামে। উৎসবটি সকলের জন্য উন্মুক্ত।

নয় দিনের এই উৎসবের পর্দা নামবে ১৯ জানুয়ারি। এদিন প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *