সংগীত শিল্পী ফিরোজা বেগমের গান ও জীবন নিয়ে যাত্রা শুরু করেছে ‘ফিরোজা বেগম আর্কাইভ’।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বুধবার রাতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই আর্কাইভ উদ্বোধন করেন।
বৃহস্পতিবার সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অনুষ্ঠানে স্পিকার বলেন, “ফিরোজা বেগম আর্কাইভের মধ্য দিয়ে শিল্পী ফিরোজা বেগম সকলের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই আর্কাইভ নজরুল সঙ্গীত চর্চায় পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার গানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকেও সকলে শ্রদ্ধাভরে স্মরণ করতে পারবে।”
শিল্পী ফিরোজা বেগমের জন্মদিনে (২৮ জুলাই) এসিআই ফাউন্ডেশনের এই উদ্যোগকে শিরীন শারমিন ‘সৃষ্টিশীল ও সুদূরপ্রসারী’ বলে উল্লেখ করেন।
ferozabegum.com এই ওয়েবসাইটে ফিরোজা বেগমের গান, সাক্ষাৎকার, তাকে নিয়ে প্রতিবেদন, জীবনী রয়েছে।
অনুষ্ঠানে স্পিকার বলেন, “সাত দশকেরও বেশি সময় শিল্পী ফিরোজা বেগম সঙ্গীত অনুরাগী শ্রোতাদের কাছে নজরুল সঙ্গীতের সুরের মূর্ছনা ও মাধুর্য পৌঁছে দিয়েছেন। তার আটাশি বছরের জীবনের বেশিরভাগ সময় ছিল নজরুল সঙ্গীত চর্চা ও সাধনার অধ্যায়। নজরুল সঙ্গীতের শুদ্ধ স্বরলিপি ও সুর সংরক্ষণের জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।”
শিরীন শারমিন বলেন, “ফিরোজা বেগম আর্কাইভ- ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্মের শিল্পীরা কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টি সম্পর্কে গভীরভাবে জানতে পারবে। নজরুল সঙ্গীত নিয়ে গবেষণার ক্ষেত্রে এই আর্কাইভ অনন্য উৎস্য হয়ে কাজ করবে।”
এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস উদ দৌলার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, ভারতের অনুপ ঘোষাল, মুস্তাফা মনোয়ার, শাফিন আহমেদ বক্তব্য রাখেন।