বিনোদন

চিত্রনায়িকাকে অপহরণের চেষ্টা, উবারচালক গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলে চিত্রনায়িকা নিঝুম রুবিনা অপহরণ চেষ্টায় জড়িত উবারচালক গ্রেপ্তার হয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিত্রনায়িকা নিঝুম অপহরণ চেষ্টায় জড়িত উবারচালককে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।

গত মঙ্গলবার দুপুরে রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি ডেকে রাজধানীর বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে অপহরণের চেষ্টার শিকার হন নিঝুম রুবিনা।

ঘটনার বর্ণনায় নিঝুম জানিয়েছিলেন, মঙ্গলবার রাস্তা ফাঁকা তারপরও উবারচালক গুলশান রোডে ঢোকেন। তখন গাড়ির স্পিড ছিল প্রায় ৮০ থেকে ১০০। বিষয়টি সন্দেহ লাগলে গাড়ি থামিয়ে নামিয়ে দিতে বলেন চিত্রনায়িকা। তখন চালক ধমকের সুরে বলেন, ‘চুপ থাক, কোনো কথা বলবি না। ’ তারপর গাড়ির গ্লাস তুলে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেন নায়িকা। এক পর্যায়ে গতি একটু কম মনে হলে গাড়ি থেকে লাফ দেন নিঝুম।

পরে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী চিত্রনায়িকা নিঝুম। তদন্ত করে পুলিশ জানায়, যে গাড়িটি দিয়ে অপহরণের চেষ্টা করা হয়েছে তা আরেক চিত্রনায়িকার।

এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে নিঝুম রুবিনা জানান, গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রির একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, কিন্তু এই ঘটনায় সে জড়িত কি না তা এখনও বুঝতে পারছি না। পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টা জানতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *