‘সরকার পতনের’ আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের জন্য একটাই পথ খোলা আছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, “এখন একটাই পথ, হয় জেলখানা, না হয় রাজপথ। আমরা ভয়ে জেলেও যামু না, রাজপথেও থাকুম না, তাহলে আমাদের মুক্তিও আসবে না।”
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে গয়েশ্বরের এমন মন্তব্য আসে।
তিনি বলেন, “আমি নেতাকর্মীসহ সকলকে বলব, হয় মরব, না হয় জেলে থাকি, না হলে আমরা রাজপথে থাকি। এই দেশটা আমাদের, এ দেশের নাগরিক এ দেশের মালিক… দেশের মালিকানাকে প্রতিষ্ঠিত করতে হবে।”
বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, “আমরা আশা করি, আমরা বীরের জাতি। আমরা গর্বিত… জিয়াউর রহমানের দলে আমরা সবাই যোদ্ধা।…”
সম্মিলিত ছাত্র যুব ফোরামের উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এই সমাবেশ হয়।
দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে সরকার দেশটাকে ‘করদ রাজ্যে’ পরিণত করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা গয়েশ্বর।
সংগঠনের আহবায়ক নাহিদুল ইসলাম নাহিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, যুব দলের শরীফ হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।