বিনোদন

জয়ার থ্রিডি ছবি ‘অলাতচক্র’ আসছে

অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় তিনি। কাজ করেছেন নামি-দামি নির্মাতাদের সঙ্গে। দীর্ঘদিন পর বাংলাদেশের পর্দায় দেখা যাবেে এই অভিনেত্রীকে। এবার মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ত্রিমাত্রিক (থ্রিডি) ‘অলাতচক্র’ ছবি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মার্চ মুক্তি পাবে ছবিটি।

সাহিত্যিক আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অলাতচক্র’। ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান।

ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও আহমেদ রুবেল। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবুসহ আরও অনেকে।

মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে ছবিটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। এটি বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র। গত বছরের ১৫ ডিসেম্বর সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘অলাতচক্র’ । চলচ্চিত্রটির ত্রিমাত্রিক চিত্রধারণে কাজ করছে মুম্বাইয়ের ‘স্কাই ওয়ার্ক স্টুডিও’।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে জয়া আহসান লিখেছেন, ‘শুভমুক্তি ১৯ মার্চ,২০২১ অলাতচক্র (3D)। মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে -মুক্তি যুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে; বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র #অলাতচক্র (3D)। আজ রইলো ছবিটির অফিসিয়াল পোস্টার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *