টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে নির্দিষ্ট আসন নির্ধারণ করে দিয়েছেন নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বুধবার সকাল থেকে তিনি এ কার্যক্রম চালু করেছেন।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তাদের সম্মানে আমার পাশে একটি চেয়ার রেখেছি। একজন মুক্তিযোদ্ধা আমার পাশে বসে চা খেয়ে সরকারি ফির বাইরে বিনামূল্যে সেবা পাবেন। আমি মনে করি এটিই তার সম্মানের।
তিনি আরও বলেন, আমরা দুইটি সেক্টর থেকে বেশি অর্থ পেয়ে থাকি। একটি হচ্ছে গার্মেন্টস অপরটি হচ্ছে রেমিট্যান্স। আর রেমিট্যান্স যোদ্ধারা হচ্ছে নতুন বাংলাদেশের কারিগর। রেমিট্যান্স যোদ্ধারা দেশের জন্য যেমন ত্যাগ স্বীকার করেন সেই তুলনায় তারা তেমন সার্ভিস পান না। শ্রম ও ঘামঝরা লুঙ্গি পড়া একজন রেমিট্যান্স যোদ্ধা টাঙ্গাইল জেলা প্রশাসকের পাশে বসে চা খাবে ও সেবা নেবেন এটাই তার সম্মানের।
জেলা প্রশাসক বলেন, মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন রাখার জন্য ইউএনও এবং এসিল্যান্ডদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি এ ধারাবাহিকতা সরকারের অন্যান্য দপ্তরেও চালু হবে।
প্রসঙ্গত, জসীম উদ্দীন হায়দার মঙ্গলবার টাঙ্গাইলের ৩৮তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।