চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি বাংলাদেশের কোনো প্রাপ্তি থাকে, সেটি কেবল তাসকিন আহমেদ। প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। গতি, বৈচিত্র ও আগ্রাসনের সঙ্গে ছিল জয়ের তীব্র মানসিকতা। আর সেটিতেই মেতেছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তিরা।
অবশ্য বর্তমানে তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা বোলার তাসকিন। নিজেকে তিনি প্রমাণও করেছেন। বিশ্বকাপে এসে সেটির ঝলক দেখলো বিশ্ব।
তাইতো বাংলাদেশি পেসারের বন্দনায় মেতেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। একই সঙ্গে আরও ভালো পারফরম্যান্স করার উপায়ও বাতলে দিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের মন্থর উইকেটের সমালোচনা করেছেন এই কিংবদন্তী।
তিনি বলেছেন, ‘তাসকিনের রয়েছে দারুণ রানআপ, অ্যাকশন ও আগ্রাসন। একজন আগ্রাসী পেসারের যেসব গুণাবলী থাকার দরকার তার সবই তাসকিনের মধ্যে আছে। কিন্তু বাংলাদেশের মন্থর উইকেটে তার সঠিক উন্নতি হয়নি। তাসকিন পেসার হয়েই জন্মেছেন। আরও ভালো করতে হলে দেশের বাইরে তার বেশি বেশি ম্যাচ খেলা প্রয়োজন।’