খেলাধুলা

তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক শান্ত

প্রথম দুই ওয়ানডের দলে বিশ্রাম দেওয়া হয় বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারকে। দ্বিতীয় ওয়ানডেতেও তাই ছিল।

এই ম্যাচগুলোতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন লিটন দাস। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বিশ্রাম চেয়েছেন তিনি। এজন্য প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিসিবি।

নেতৃত্বের সঙ্গে এই ম্যাচে এসেছে আরও বেশ কিছু পরিবর্তন। লিটন দাসের সঙ্গে ম্যাচটি খেলবেন না তামিম ইকবালও। পিঠের চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরেন তিনি। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও দ্বিতীয়টিতে ৫৮ বলে ৪৪ রান করেন এই ব্যাটার।

এরপর সংবাদ সম্মেলনে এসে তামিম জানান, এখনও পিঠে অস্বস্তি রয়েছে তার। এজন্য তৃতীয় ম্যাচ থেকে বিসিবির কাছে বিশ্রাম চান তামিম, সেটি মেনে নিয়েছে বোর্ডও। মানসিকভাবে ভেঙে পড়া লিটনও নিজেকে সময় দিতে খেলছেন না তৃতীয় ওয়ানডে।

এর বাইরে সম্মুখের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুলকে ফেরানো হয়েছে স্কোয়াডে। রাখা হয়নি মোস্তাফিজকে। নাজমুল হোসেন শান্তও এই ম্যাচ দিয়ে ফিরছেন লম্বা সময় পর। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপের মাঝপথে ফিরতে হয়েছিল তাকে। এবার ফিরে এসে পেলেন নেতৃত্বও। জাতীয় দলের আগের প্রায় সব ধাপেই অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে শান্তর। তবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন প্রথমবারের মতো।

বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে পণ্ড হয়। দ্বিতীয়টিতে বাংলাদেশ হারে বড় ব্যবধানে। সমতায় থেকে সিরিজ শেষ করতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

শেষ ওয়ানডের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *