যুদ্ধবিমানটি ‘এফ-৩৫’ মডেলের। ইরানের তাবরিজ এলাকায় বিমানটি ভূপাতিত করা হয়।
ইসরায়েলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা বলছে ইরানের সংবাদমাধ্যম।
রাষ্ট্রায়ত্ত ‘নুর নিউজ’ বলছে, সোমবার ইরানের তাবরিজ এলাকায় বিমানটি ভূপাতিত করা হয়।
এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যে আঘাত হানার আগেই নিষ্ক্রিয় করার দাবি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী—আইডিএফ।
শুক্রবার ভোরে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ও প্রধান পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে ‘আচমকা’ অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে দুই পক্ষের মধ্যে আকাশপথে হামলা পাল্টা হামলা অব্যাহত আছে।
সোমবার চার দিনের মাথায় এসে ইসরায়েল দাবি করে, ইরানের আকাশপথ এখন তাদের নিয়ন্ত্রণে এবং আগামী দিনে হামলা আরও জোরদার করা হবে।
এদিন ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ভবনেও হামলা চালায় ইসরায়েল। হামলার সময় চ্যানেলটি সরাসরি সম্প্রচারে ছিল।
যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে রাষ্ট্রায়ত্ত ‘নুর নিউজ’ বলছে, এটি ‘এফ-৩৫’ মডেলের। সোমবার ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ধ্বংস করা হয়।
এদিকে আইডিএফের বরাতে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, কোনো যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর ইসরায়েলের ‘জানা নেই’।
পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, সোমবারও ইসরায়েলকে লক্ষ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের দিকে মোট ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে ইসরায়েলের সামরিক বাহিনী সেগুলো প্রতিহত করেছে।