জাতীয়

দুই প্রকল্পে ৬৪ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তা ও বায়ুর মান উন্নত করতে ৬৪ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার এ ঋণ অনুমোদন দিয়েছে সংস্থাটির বোর্ড। বৃহস্পতিবার ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংক বাংলাদেশকে এনার্জি সিকিউরিটি ও এয়ার কোয়াািলিটি উন্নত করতে সাহায্য করতে এ ঋণ দিচ্ছে।

বাংলাদেশের অন্তবর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, বাংলাদেশের জন্য জ্বালানি নিরাপত্তা ও বায়ুর মান বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নূয়ন অগ্রাধিকার। কেননা গ্যাস সরবরাহ সীমাবদ্ধতা এবং নগর বায়ুু দূষণের মূল কারণগুলি মোকাবেলা করা দরকার। এ দুটি প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃৃদ্ধি বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নত করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

জ্বালানি খাত নিরাপত্তা বৃদ্ধি প্রকল্প বাস্তবায়নে ৩৫ কোটি ডলার। রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি পেট্রোবাংলার জন্য সাশ্রয়ী অর্থায়নের সুবিধা প্রদানের মাধ্যমে গ্যাস সরবরাহ নিরাপত্তা উন্নত করতে সহায়তা করবে।

প্রকল্পটি নতুন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য সাত বছরে ২ দশমিক ১ বিলিয়ন ডলার পর্যন্ত বেসরকারি মূলধন সংগ্রহের জন্য আইডিএ গ্যারান্টি ব্যবহার করবে। আইডিএ গ্যারান্টির সমর্থন এলএনজি সরবরাহ নিশ্চিত করার জন্য পেট্রোবাংলার ঋণযোগ্যতা উন্নত করবে।

বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্প বাস্তবায়নে ২৯ কোটি ডলার বায়ু দূষণ মোকাবেলায় একটি ব্যাপক পদ্ধতি গ্রহণ করবে। বাংলাদেশে, বায়ু দূষণের কারণে ১ লাখ ৫৯ হাজারেও বেশি অকাল মৃত্যু হয়। ২ দশমিক ৫ বিলিয়ন দিনের অসুস্থতা ঘটেছে, যার আনুমানিক স্বাস্থ্য ব্যয় ২০১৯ সালে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮ দশমিক ৩ শতাংশের সমান। ঢাকা এখনও বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে একটি। যেখানে বার্ষিক সূক্ষ্ম কণা পদার্থের পরিমাণ সহনীয় মানের নির্দেশিকা অনুসারে ১৮ গুণ বেশি। এই প্রকল্পটি পরিবেশ বিভাগের বায়মান পর্যবেক্ষণ নেটওয়ার্ককে নতুন এবং উন্নত স্টেশন দিয়ে শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *