জাতীয়

দেশে করোনায় মৃতের সংখ্যা সাত হাজার ছাড়ালো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৭ হাজারের বেশি। আর একই সময়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৯ জন। এ সময় সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন।

শনিবার ( ১২ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১২ হাজার ৬৫টি নমুনা (অ্যান্টিজেন টেস্টসহ) সংগ্রহ করা হয়। আগের কিছু নিয়ে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৩০টি নমুনা। সরকারী ব্যবস্থাপনায় ২৩ লাখ ৬৪ হাজার ৫১৯টি পরীক্ষা করা হয়, অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় ৫ লাখ ৯২ হাজার ৩৬৩টি পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৯ লাখ ৫৬ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ১০ দশমিক ৫২ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মোট আক্রান্ত ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ।

নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৪ জন। এদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১১ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ২০ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

মৃতদের মধ্যে ৩২ জন হাসপাতালে ও ২ জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৩৬২ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৬ দশমিক ৩৮ শতাংশ এবং ১ হাজার ৬৫৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২৩ দশমিক ৬২ শতাংশ।

তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ১৮৫ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন করে করোনায় মৃত ৩৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ৯ জন এবং ষাটোর্ধ্ব ২৪ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, নতুন করে করোনায় মৃত ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *