খেলাধুলা

দ্বিতীয় টেস্টেও করোনা ‘নেগেটিভ’ সাকিব

ভারত ফেরত বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে, গতকাল শনিবার (৮ মে) তার প্রথম টেস্টও নেগেটিভ ফল আসে। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি জানান, ভারত থেকে ফেরায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের ব্যাপারে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে বিসিবি। শনিবার প্রথম টেস্টে নেগেটিভ এলে দ্বিতীয় টেস্টের জন্য নমুনা নেওয়া হয় তাদের। রবিবার (৯ মে) ওই টেস্টের ফলও হাতে এসেছে। সাকিবের ফল নেগেটিভ এসেছে। তবে নেগেটিভ হলেও এখনই কোয়ারেন্টিনমুক্ত হতে পারবেন না সাকিব।

ভারতে করোনাভাইরাস ঊর্ধ্বমুখী হওয়ায় মাঝেই আইপিএল স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও রাজস্থান রয়েলসের তারকা পেসার বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বর্তমানের তারা দুইজনই রাজধানীর দুইটি পাঁচ তারকা হোটেলে কোয়ারেন্টাইনে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *