রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি ডিক্রি জারি করেছেন।
ডিক্রিটি হলো, যে সব বিদেশী রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান রাশিয়ার বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে, সেই সব কিছু নির্দিষ্ট অবন্ধু দেশগুলোর কোম্পানি বা ব্যক্তির বিরুদ্ধে রাশিয়াও প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা দেবে।
নতুন ডিক্রি অনুযায়ী, রাশিয়া যে প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেবে সেসব প্রতিষ্ঠানের কাছে তারা কোনো পণ্য ও কাঁচামাল পাঠাবে না।
জানা গেছে, পুতিনের জারি করা নতুন ডিক্রি অনুযায়ী, ওই নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করে দেওয়া হবে এবং যেসব প্রতিষ্ঠানের সঙ্গে রাশিয়ার কোম্পানি চুক্তিবদ্ধ হয়েছিল তাদের চুক্তি রক্ষা করার বাধ্যবাধকতার বিষয়টিও শিথিল করে দেওয়া হবে।
এদিকে ডিক্রি অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে কোন কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটির তালিকা তৈরি সম্পন্ন করতে হবে।