আন্তর্জাতিক

নতুন বছরে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপান।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ইংরেজি নববর্ষের দিনে তার ভাষণে ‘অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতির’ মোকাবিলায় নিজ দেশের সামরিক সক্ষমতা শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এর অংশ হিসেবে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর জাপান টাইমসের।

বুধবার সকালে জাপানি কোস্টগার্ড জানায়, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এটি সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, গত বছর থেকে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফও জানিয়েছেন, পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া দেশটির একটি অজ্ঞাত স্থান থেকে সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সব ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করেছে এবং এসব কর্মসূচি কেন্দ্র করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *