আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে হামলা, নিহত ৫ মুসল্লি

নাইজেরিয়ায় এক মসজিদে নামাজের সময় হামলা চালিয়ে ৫ মুসল্লিকে হত্যা এবং আরো ১৮ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা। রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেন গারি গ্রামের এক মসজিদে মুসল্লিরা শুক্রবারের নামাজ আদায়ে জমায়েত হলে প্রায় ১০০ জন ‘গরু চোর’ মটরসাইকেলে করে মুসল্লিদের ওপর গুলি ছুঁড়ে।

রাজ্যের পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বার্তা সংস্থা এএফপি’কে বলেন, দস্যুরা ৫ জন মুসল্লিকে হত্যা করেছে এবং ১৮ জনকে অপহরণ করেছে, এদের মধ্যে ইমামও রয়েছেন।

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, হামলাকারীরা ৩০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করেছে।

ইব্রাহিম আলটিন নামে এক বাসিন্দা এএফপি’কে বলেন, ইমাম যখন খুতবার পাঠ করছিলেন এসময় বন্দুকধারীরা হামলা চালায় এবং ৩০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করে।

অন্যদিকে আনাদলু এজেন্সির খবরে ৪০ জনের বেশি মুসল্লিকে অপহরণের কথা বলা হয়েছে। দেশটির পুলিশ এই ঘটনার তদন্ত ও অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *