পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে শুক্রবার দেশটির পার্লামেন্টে তোলা হচ্ছে অনাস্থা প্রস্তাব। ফলে তার গদিতে টিকে থাকা নিয়ে দেখা দিয়েছে সংকট। এই পরিস্থিতিতে বুধবার পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ‘যাই ঘটুক না কেন’ তিনি পদত্যাগ করবেন না। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
সাবেক এই ক্রিকেট তারকা শেষ বল পর্যন্ত দেখবেন জানিয়ে সাংবাদিকদের বলেন, যাই ঘটুক আমি পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলা চালিয়ে যাব। এবং আমি তাদের একদিন আগে অবাক করে দেব কারণ তারা এখনও চাপের মধ্যে রয়েছে।
তবে নিজের কর্ম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
ইমরান খান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমার তুরুপের তাস হলো আমি এখনও আমার কোনো তাস হাতে রাখিনি।
তিনি জোর দিয়ে বলেন, আমি ঘরে বসে থাকব এমন মিথ্যা ধারণার মধ্যে কারও থাকা উচিত নয়। আমি পদত্যাগ করব না। আমি কেন পদত্যাগ করব? চোরদের চাপের কারণে আমি কি পদত্যাগ করব?
তার দল তেহরিক-ই-ইনসাফের জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করেন ইমরান খান।