আন্তর্জাতিক

পবিত্র কুরআন অবমাননা: সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় বাগদাদে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। এর আগে বাগদাদে সুইডেনের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন শত শত মানুষ। আগুন দেওয়া হয় দূতাবাস ভবনে।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, সুইডেনের রাষ্ট্রদূতকে অবিলম্বে ইরাকের ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পবিত্র কুরআন পোড়ানো, ইসলামের পবিত্রতা নষ্ট করা এবং ইরাকের পতাকায় আগুন দেওয়ার আয়োজনে অনুমতি দিয়েছে সুইডেন সরকার। এর প্রতিবাদে দেশটির রাষ্ট্রদূতকে ইরাক ছাড়তে বলা হয়েছে।

গত বুধবার রাতে কয়েকশ বিক্ষোভকারী বাগদাদে সুইডেনের দূতাবাসের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সুইডেনের রাজধানী স্টকহোমের নর্দার্ন রেলওয়ে স্কয়ার নামে এলাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস। সম্প্রতি দূতাবাসের সামনে রাসমুস পালুদান নামের এক ব্যক্তি কুরআন শরিফে আগুন দিয়েছেন। পালুদান

ডেনমার্কের কট্টর ডানপন্থি রাজনৈতিক দল হার্ডলাইনের নেতা। পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে এ বিক্ষোভে নেমেছিলেন ইরাকের শিয়া সম্প্রদায়ের ধর্মগুরু মুক্তাদা আল-সদরের সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *