খেলাধুলা

পরাজয়ের জন্য শিশিরকে দুষলেন শান্ত…

তিন বছর পর জাতীয় দলে ফিরে চরম ব্যর্থ সাব্বির রহমান। ৫ ম্যাচে তার সংগ্রহ মাত্র ৩১। ওপেনিংয়ে নেমে রান না পাওয়া সাব্বিরকে বসিয়ে রেখে রোববার নামানো হয় নাজমুল হোসেন শান্তকে।

বড় স্কোর করতে না পারলেও তার ২৯ বলে ৩৩ রানই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। সে হিসাবে সব ব্যাটারের চেয়ে ভালো খেলেছেন শান্ত। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর তাকেই দেখা যায় সংবাদ সম্মেলনে।

আর এ হারের জন্য শিশিরকে দুষলেন জাতীয় দলের এ টপঅর্ডার ব্যাটার।

অধিনায়ক সাকিব আল হাসানের মতো এ ওপেনারের বক্তব্য— বাকি দুই ম্যাচে ব্যাটিং অতো কষ্টসাধ্য হবে না। কারণ দিনের আলোয় হবে ম্যাচ দুটি।

শান্ত বলেন, ‘আমরা মিডল ওভারে উইকেট হারিয়ে ফেলেছি। সত্যি বলতে প্রথম ইনিংসে উইকেট এত সহজও ছিল না। শিশিরের কারণে শুরুতে ব্যাটিংটা সহজ ছিল না। দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিং দেখে আবার সহজ মনে হলো। তখন আবার আমাদের স্পিনারদের কাজ সহজ ছিল না। আমার মনে হয় দিনের ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুই ইনিংসে এত তারতম্য হবে না। ’

অবশ্য ব্যর্থতার জন্য শুধু শিশিরকেই কাঠগড়ায় দাঁড় করাননি শান্ত। দ্রুত উইকেট পড়ে যাওয়ার কথাও তুললেন।

তিনি বলেন, ‘আমরা আসলে মিডল ওভারে ব্যাক টু ব্যাক উইকেট দিয়ে এসেছি। ওই জায়গায় আমরা একটু স্মার্ট ক্রিকেট খেললে হয়তো আরেকটু ভালো হতো। আরেকটু বড় স্কোর হতে পারত। মাঝখানে আরেকটু ভালো ব্যাট করার সুযোগ ছিল।’

ব্যাটিং নিয়ে আক্ষেপ থাকলেও দলের বোলারদের বিশেষ করে পেসারদের নিয়ে সন্তুষ্ট শান্ত।

এ টপঅর্ডার ব্যাটার বলেন, ‘আমাদের পেসাররা তো নিয়মিতই ভালো করছে। গত ম্যাচে, এই ম্যাচেও পেস বোলাররা তাদের প্ল্যান অনুযায়ী বল করতে পারছে। বোর্ডে যদি আরেকটু রান থাকত, তবে ভালো হতো।’

ম্যাচে নিজের পারফর্মের বিষয়ে শান্ত বলেন, ‘আমি আমার স্কিলের ব্যাপারে সবসময় আত্মবিশ্বাসী। একটা খারাপ সময় গেছে, চেষ্টা করব সামনে সুযোগ এলে ভালোভাবে কন্টিনিউ করতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *