করোনা টেস্টের ফল নেগেটিভ আসায় সোমবার অন্য ক্রিকেটারদের সঙ্গে সাকিব আল হাসানেরও ফিটনেস টেস্ট দেওয়ার কথা ছিল। তবে এদিন অন্য ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিলেও সাকিব দেননি।
জানা গেছে, একসঙ্গে অনেক ক্রিকেটার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দেওয়ায় ‘জনসমাগম এড়াতে’ এদিন ফিটনেস টেস্ট দেননি সাকিব।
বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার সমকালকে বলেন, অন্য ক্রিকেটারদের সঙ্গে সাকিব আল হাসানেরও ফিটনেস টেস্ট দেওয়ার কথা ছিল। তবে সাকিব ফিটনেস টেস্ট দেয়নি। একসঙ্গে অনেক ক্রিকেটার ফিটনেস টেস্ট দেওয়ায় সাকিব জনসমাগম এড়াতে চাইছেন- এটা একটা কারণ। এছাড়া সেপ্টেম্বরে বিকেএসপিতে ট্রেনিং করলেও লম্বা সময় ধরে সে ক্রিকেটের বাইরে আছে। এজন্য বিসিবির ফিজিও জুলিয়ান ক্যালেফাতো আগে সাকিবকে ফিজিক্যালি অ্যাসেস করবেন। এরপর সব ঠিকঠাক থাকলে বুধবার সাকিব ফিটনেস টেস্ট দেবেন।
এর আগে শনিবার বিকেলে নিজ বাসভবনে করোনা টেস্টের নমুনা দেন সাকিব। সেই নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। করোনা টেস্টের ফল নেগেটিভ আসায় সোমবার অন্য ক্রিকেটারদের সঙ্গে ফিটনেস টেস্ট দেওয়া কথা ছিল সাকিবের।
আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে অংশ নিতে গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।