যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়ে এক যৌথ চিঠিতে স্বাক্ষর করেছেন ২২১ জন এমপি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, বলছেন তারা।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়ে এক যৌথ চিঠিতে স্বাক্ষর করেছেন দেশটির রাজনৈতিক পরিমন্ডলের ২২১ জন এমপি।
চিঠিতে বলা হয়, “যদিও মুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এনে দেওয়ার এখতিয়ার যুক্তরাজ্যের নেই সেটি আমরা বুঝি…কিন্তু ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে যুক্তরাজ্য স্বীকৃতি দিলে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে; সেকারণে আমরা আপনাদেরকে এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
সরকার কখন এবং কীভাবে ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের দীর্ঘপ্রতীক্ষিত প্রতিশ্রুতি পূরণে ব্যবস্থা নেবে তার রূপরেখা আগামী সপ্তাহে নিউ ইয়র্কের জাতিসংঘ সম্মেলনে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে চিঠিতে।
যুক্তরাজ্য দীর্ঘদিন থেকেই ইসরায়েলের পাশাপাশি সহাবস্থানের ভিত্তিতে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নীতি সমর্থন করে এসেছে। কিন্তু তারা এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি।
ফ্রান্স সম্প্রতি বলেছে, তারা এ বছর শেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে। তবে ফ্রান্সের দেখাদেখি এখনই এ পথে না হাঁটারই ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার মতে একটি বৃহত্তর পরিকল্পনার আওতায়ই এটি হওয়া উচিত, যে পরিকল্পনা স্থায়ী শান্তি বয়ে আনবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পরই কিয়ার স্টারমার এই ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাজ্য সরকার অবিলম্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে না। স্টারমার জানান, তিনি ও তার মিত্ররা ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে কাজ করছেন।