অর্থনীতি

বিশেষ সুবিধা দিয়েও খেলাপি ঋণ ১ লাখ কোটি টাকা ছুঁই ছুঁই

করোনার কারণে ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।  এখন খেলাপি ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা ছুঁই ছুঁই।  বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত তিন মাসে (মার্চ থেকে জুন পর্যন্ত) খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ৮৯৯ কোটি টাকা।

এর আগে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খেলাপি ঋণ বেড়েছিল ৬ হাজার ৮০২ কোটি টাকা।  সে হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে খেলাপি ঋণ বাড়ল ১০ হাজার ৪৭১ কোটি টাকা। সব মিলিয়ে এখন মোট খেলাপি ঋণের পরিমাণ ৯৮ হাজার ১৬৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোট ১১ লাখ ৩৯ হাজার ৭৭৬ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছিল। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৯৮ হাজার ১৬৪ কোটি টাকা।  যা মোট প্রদান করা ঋণের ৮ দশমিক ১৭ শতাংশ।

গত মার্চের শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪ হাজার ২৬৫ কোটি টাকা।  তার আগে ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *