ক্রিকেট বিশ্বকাপের রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। তাদেরকে স্রেফ উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
বৃহস্পতিবার বিশ্বকাপের চলমান ১৩তম আসরের ১০ম ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে অসিদের পরাস্ত করে প্রোটিয়ারা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ৪২৮ রান করে ১০২ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
আজ বৃহস্পতিবার ভারতের লখনৌতে টস হেরে প্রথমে ব্যাট করে কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে (১০৯) ভর করে ৭ উইকেটে ৩১১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা।
টার্গেট তাড়া করতে নেমে ৭০ রানে ৭ উইকেটে হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় অস্ট্রেলিয়া।
এরপর মার্নাস লাবুশেন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের ৪৫, ২৭ ও ২২ রানের সুবাদে পরাজয়ের ব্যবধান কমিয়ে শেষ পর্যন্ত ৪০.৫ ওভারে ১৭৭ রানে অলআউট হয় অসিরা।
কাগিসো রাবাদা, তাবরিজ শামছি ও কেশভ মহারাজের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ১৩৪ রানের বড় ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।