বোমা হামলার আশঙ্কায় রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। তাই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এর তিনটি তলা ও সামনের চত্বর খালি করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বোমা হামলার আশঙ্কা থাকায় শনিবার (১২ আগস্ট) নিরাপত্তা সতর্কতা হিসেবে আইফেল টাওয়ারের তিনটি তলা ও সামনের চত্বর খালি কয়ে দিয়েছে প্যারিস কর্তৃপক্ষ। পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা।
আইফেল টাওয়ারের পরিচালনা সংস্থা সেতেও এ তথ্য নিশ্চিত করেছে। তাদের বিবৃতি অনুযায়ী, পুলিশ টাওয়ারের একটি তলায় অবস্থিত রেস্তোরাঁসহ পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরাও তাদের সঙ্গে কাজ চালিয়ে গেছে।
খবরে আরও বলা হয়, স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার পর আইফেল টাওয়ারের স্মৃতিস্তম্ভের নিচ থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়। টাওয়ারের তিনটি তলায়ও লোকজন ছিল। তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে।