খেলাধুলা

ব্রাজিল কোয়ার্টারে গেলেও বাদ পড়লো আর্জেন্টিনা

টোকিও অলিম্পিকের একই দিনে ব্রাজিল-আর্জেন্টিনার খেলায় ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে হারা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে মিশরকে হারিয়েছিল। তবুও শেষ আটে যেতে স্পেন অনূর্ধ্ব-২৩ দলকে হারাতেই হতো। কিন্তু সেই লক্ষ্যটা পূরণ করতে না পেরে ১-১ গোলে ড্র করে বিদায় নিলো টুর্নামেন্ট থেকে।

আর্জেন্টিনার বিদায়ের দিনে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মিশর অনূর্ধ্ব-২৩ দল। স্পেনের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই চাপে ছিল আর্জেন্টিনা। পুরো ম্যাচে মাত্র ৩৪ শতাংশ সময় বল পায়ে রাখতে পেরেছে তারা। প্রথমার্ধে অবশ্য গোল করতে পারেনি কোনো দল। ম্যাচের ৬৬ মিনিটে প্রথম গোল করেন স্পেনের মিকেল মেরিনো। ওই গোলেই মূলত আর্জেন্টিনার অলিম্পিকে পরের পর্বে যাওয়া বেশ কঠিন হয়ে পড়ে।

পরে আর্জেন্টিনার পক্ষে ৮৭ মিনিটে থমাস বেলমুন্তে এক গোল শোধ দিলেও কাজ হয়নি আলবিসেলেস্তেদের। ১-১ সমতাতেই শেষ হয় ম্যাচ।

এদিকে, টোকিও অলিম্পিকের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ড্র করলেও তৃতীয় ম্যাচে সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারিয়েছে সাম্বার দেশ ব্রাজিল। জার্মানি বিপক্ষে হ্যাটট্রিকে পর আজও ২টি গোল করেন রিচার্লিসন।

 

রিচার্লিসনের জোড়া গোলে সৌদিকে হারালো ব্রাজিল

সৌদি আরবের বিপক্ষে ৩-১ গোলে জয় পেলেও বেশ কষ্টই করতে হয়েছে ব্রাজিলকে। ৭৩ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল ১-১ গোলে সমতায়। পরে রিচার্লিসনের জোড়া গোলে ৩-১ ব্যবধানের স্বস্তির জয় পেয়েছে তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *