গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন টেলিফোনে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মোদি।
এক টুইটে ভারতীয় সরকার জানায়, করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় আলোচনা করেছেন দুই নেতা। যুক্তরাষ্ট্র থেকে ভাইরাসটির টিকার কাঁচামাল ও ওষুধ সরবরাহের বিষয়টি তুলে ধরেন মোদি।
সেই ফোনালাপের পর টুইটারে মোদি লিখেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুদেশের কোভিড পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের দিকে আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাচ্ছি’।
এর আগে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের একাধিক দেশ।