বিনোদন

মিস ওয়ার্ল্ডের মুকুট পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কার

বৃহস্পতিবার পুয়ের্তো রিকোর রাজধানী সান হোয়ানে আয়োজিত গ্র্যান্ড ফিনালে বিলাস্কার নাম ঘোষণা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ।

২০২১ সালের এ আসরে প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন যথাক্রমে আইভরি কোস্টের প্রতিযোগী অলিভিয়া ইয়াসি ও ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রতিযোগী শ্রী সাইনি।

গত বছরের ১৬ ডিসেম্বর সান হোয়ানে গ্র্যান্ড ফিনালে আয়োজনের কয়েক ঘণ্টা আগে করোনাভাইরাসের হানায় তা স্থগিত করা হয়েছিল; তার দিন মাস পর বিজয়ীর নাম চূড়ান্ত করেছেন বিচারকরা।

২৩ বছর বয়সী ক্যারোলিনাকে মুকুট পরিয়ে দেন ২০১৯ সালের মিস ওয়ার্ল্ড জ্যামাইকার টনি অ্যান সিং।

উচ্ছ্বসিত ক্যারোলিনা বলেন, “আমার নাম ঘোষণার পর বিস্মিত হয়েছি, আমি এখনও বিশ্বাস করতে পারছি না। মিস ওয়ার্ল্ড-এর মুকুট পরে আমি সম্মানিতবোধ করছি। আমার জীবনের এই স্মরণীয় অধ্যায়কে কখনোই ভুলব না।”

এক ইনস্টাগ্রাম পোস্টে আয়োজকরা জানিয়েছে, ফ্যাশন মডেল হিসেবে পরিচিত ক্যারোলিনা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। তিনি সাঁতার, স্কুবা ড্রাইভিং, টেনিস ও ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন।

একজন অনুপ্রেরণাদায়ী বক্তা হতে চান বিলাস্কা। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে চান। করোনাভাইরাসের মধ্যে মানুষকে সহায়তার জন্য একটি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

এবারের আসরে বাংলাদেশের কোনো প্রতিযোগী অংশ নেননি।

বৈশ্বিক এ আসরের বাংলাদেশি ফ্রাঞ্চাইজি অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশে করোনাভাইরাস পরিস্থিতি ও পুয়ের্তো রিকোর ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশে এ বছরের আয়োজন করা হয়নি।

২০২২ সালের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

১৯৫১ সালে লন্ডন থেকে বিশ্বের সবচেয়ে পুরনো প্রতিযোগিতাটির আয়োজন করেন যুক্তরাজ্যের নাগরিক এরিক মার্লে। ২০০০ সালে তার মৃত্যুর পর প্রতিযোগিতার দায়িত্ব নেন তার স্ত্রী জুলিয়া মার্লে।

মার্লের কাছ থেকে ২০১৭ সালে পাঁচ বছরের জন্য বাংলাদেশি ফ্রাঞ্চাইজি নেয় অন্তর শোবিজ। পরে ২০১৯ সালে অমিকন এন্টারটেইনমেন্টকে ফাঞ্চাইজি হস্তান্তর করেছে অন্তর শোবিজ।

২০১৭ সালে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জান্নাতুল ফেরদৌস এভ্রিলের নাম ঘোষণার পর বিয়ের তথ্য গোপনের দায়ে তাকে বাদ দিয়ে জেসিয়া ইসলামকে চীনের সানাইয়া শহরে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’র ৬৭তম আসরে পাঠানো হয়।

পরের বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হন রাফা নানজিবা তোরসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *