খেলাধুলা

মুম্বাই ইন্ডিয়ান্স থেকে বাদ পড়লেন রোহিত

ব্যাট শুনছিল না কথা, সায় দিচ্ছিল না শরীর। রোহিত শর্মা ধুঁকছিলেন। চাপ বাড়ছিল। তাকে বাদ রেখেই দল সাজানোর পরিকল্পনা কষেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেটিই একটু ভিন্ন উপায়ে হয়ে গেল। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না রোহিত। চোট পেয়েছেন মুম্বাইয়ে খেলা ভারতের অধিনায়ক।

ক্রিকইনফো জানিয়েছে, অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন রোহিত। ইনজুরির অবস্থা পুরোপুরি জানাতে না পারলেও, চোট যে গুরুতর তা বাদ রাখার সিদ্ধান্তে বোঝা যায়। রোহিতের চোট কতটা গুরুতর, তা অবশ্য জানা যায়নি।

টসের সময় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া তেমন কিছু রোহিতের ব্যাপারে বলেননি। ঠিক কি কারণে বাদ পড়েছেন, সেটিই সামনে এনেছেন। তবে হার্দিক আশার কথা শুনিয়ে বলেছেন, ‘সে (জাসপ্রিত বুমরাহ) খুব দ্রুতই ফিরবে।’ তবে কবে নাগাদ, তা বলেননি।

রোহিত শর্মা এমন একসময় বাদ পড়েছেন, যখন তাকে নিয়ে বিতর্ক চলছে। দুদিন আগে অনুশীলনের সময় জহির খান ও রিশভ পান্তের সঙ্গে কথোপকথনের সময় রোহিত নেতৃত্ব নিয়ে কিছু বলছিলেন। যা নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই ভারতের বর্তমান ও মুম্বাইয়ের সাবেক অধিনায়কের পিণ্ডি চটকিয়েছেন। কেউ কেউ রোহিতের খেলার মান নিয়েও প্রশ্ন তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *