মুম্বাই হামলার মাস্টারমাইন্ড এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবার সদস্য জাকি-উর-রেহমান লাখবিকে গ্রেফতার করা হয়েছে।
এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (২ জানুয়ারি) পাকিস্তান থেকে লাখবিকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে অভিযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সহায়তা দিয়েছেন তিনি।
মুম্বাই হামলার আসামি লাখবি ২০১৫ সাল থেকে জামিনে রয়েছেন। পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) তাকে গ্রেফতার করে। তবে তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে সে তথ্য জানায়নি সিটিডি। গোপন সংবাদের ভিত্তিতে সিটিডি পাঞ্জাবের এক অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
সিটিডি জানায়, ৬১ বছর বয়সী লাখবি সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সহায়তা দেওয়ার এক মামলায় গ্রেফতার হন। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার তহবিল ব্যবহার করে ওষুধালয় চালাতেন এবং এ থেকে প্রাপ্ত অর্থও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যয় করতেন। লাখবি শুধু নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইবার সদস্যই ছিলেন না, তিনি জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী।
লাহোরে অ্যান্টি-টেরোরিজম কোর্টে তার বিচার হবে বলে জানায় সিটিডি।