সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি করেছেন সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে একই টিমে খেলবেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির।
বৃহস্পতিবার বাংলা টাইগার্স তাদের আইকন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করে। বাংলাদেশের এই বাঁ-হাতি অলরাউন্ডারকে চূড়ান্ত করার পর দলটি তাদের অফিসিয়াল ভেরিফায়েড পেজে লিখেছে- অপেক্ষা ফুরালো, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় আইকন এখন বাংলা টাইগার্সের আইকন। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত।
ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে সাকিব লিখেন- টি-টেন লিগের পরের আসরের একজন আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমি আনন্দিত। বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটা ফ্র্যাঞ্চাইজির জন্য খেলা সবসময় একটি সুন্দর অনুভূতি। একটি নতুন অভিজ্ঞতার অপেক্ষায় আছি।
আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবে ছয় দলের এই ষষ্ঠ আসর।