যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় কশ্যপ প্যাটেলকে মনোনীত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
এর মাধ্যমে বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রেইকে বিদায় করার ইঙ্গিত দিলেন ট্রাম্প।
ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন প্যাটেল। ভারতীয় বংশোদ্ভূত এই নিরাপত্তা ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণে প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করেছিলেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গত ফেব্রুয়ারিতে রাম মন্দির সম্পর্কে তিনি বলেছিলেন, ‘১৫০০ সালেও সেখানে (অযোধ্যায়) একজন হিন্দু দেবতার মন্দির ছিল। সেটা ধ্বংস করা হয়। তারা (ভারতীয় হিন্দুরা) ৫০০ বছর ধরে সে মন্দির পুনঃস্থাপন করার চেষ্টা করছে।’
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই এফবিআইকে ঢেলে সাজানোর ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন, পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন না জানালে যেকোনো কর্মীকে এই সংস্থা থেকে বহিষ্কার করা উচিত।
সেপ্টেম্বরে শন রায়ান শো শীর্ষক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এফবিআইর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা শুধু গোয়েন্দাগিরিতে ব্যস্ত থাকে। আমি ওই (এফবিআই) ভবনে কর্মরত সাত হাজার কর্মীকে বের করে এনে তাদেরকে পুরো যুক্তরাষ্ট্রে মোতায়েন করব, যাতে তারা অপরাধীদের পিছে ধাওয়া করতে পারেন। আপনারাও এক ধরনের পুলিশ। পুলিশের মতো আচরণ করুন। পুলিশের দায়িত্ব পালন করুন।’
এফবিআইর বর্তমান পরিচালক রেই’র চাকরির মেয়াদ ২০২৭ পর্যন্ত। তবে সেই মেয়াদের আগেই যে তাকে সরিয়ে দেওয়া হবে, ট্রাম্পের নতুন ঘোষণায় এটা একপ্রকার নিশ্চিত হয়ে গেল। প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হতে অবশ্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন প্রয়োজন হবে।