ইউক্রেনের বেশ কিছু বিদ্রোহী সেনা রাশিয়ায় ঢুকে পড়েছে। আর তাদের দমাতে মাঠে নেমেছে রাশিয়ার সেনাবাহিনী। তবে কিয়েভ এই বিদ্রোহী গ্রুপের দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে। খবর আল-জাজিরার।
রাশিয়ার বেলগরোদে হামলা করেছে এ বাহিনী। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এ বাহিনীকে হঠাতে অভিযান চালিয়ে যাচ্ছে রুশ সেনাদল।
বেলগরোদের গভর্নর জানিয়েছেন, এ অভিযানে এ পর্যন্ত অন্তত তিনজন আহত হয়েছেন। তিনি বলেন, হামলায় অঞ্চলটির তিনটি হাসপাতালে আগুন ধরে গেছে।
অঞ্চলটির গভর্নর আরও জানান, ইতোমধ্যে শহরটিতে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে। তাদের খুব শীঘ্রই দমানো হবে।
এদিকে ইউক্রেনের সামরিক ইন্টেলিজেন্সের এক কর্মকর্তা রাশিয়ার সেনাবাহিনীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, যেহেতু ইউক্রেন যুদ্ধের একটি লক্ষ্যও পূরণ করতে পারেনি ক্রেমলিন। তাই তাদের উচিত আত্মসমর্পণ করা।