জাতীয়

শহীদ মিনারে রাতযাপন এমপিওভুক্ত শিক্ষকদের

কেউ কাঁথা বিছিয়ে ব্যাগ মাথার নিচে দিয়ে ঘুমিয়েছেন, কেউ সামান্য কাগজ বা মাদুর পেতে শুয়েছেন; ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এভাবেই রাতযাপন করছেন এমপিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।

রোববার (১২ অক্টোবর) রাত ১২টা নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষকদের অনেকেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই ইতোমধ্যে ঘুমিয়ে গেছেন।

তারা জানিয়েছেন, ৩ দফা দাবিতে প্রজ্ঞাপন না হলে তারা এখান থেকে যাবেন না।

অন্যদিকে আজ শহীদ মিনার থেকে অনির্দিষ্টকালের জন্য সh এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

রাতে শিক্ষকদের অবস্থান তুলে ধরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ইতোমধ্যে আমাদের নিরীহ শিক্ষকদের ওপর পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়েছে, টিয়ারশেল-জলকামান নিক্ষেপ করা হয়েছে। আমাদের শিক্ষকদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।

তিনি বলেন, আমাদের কর্মবিরতির কর্মসূচি মঙ্গলবার ছিল। যেহেতু আমাদের শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে, তাই আমাদের কর্মবিরতির কর্মসূচি আগামীকাল এগিয়ে এনেছি। আগামীকাল থেকে সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে।

তিনি বলেন, প্রতিষ্ঠান খোলা থাকবে, অল্প কয়েকজন থাকবে; বাকি সবাই শহীদ মিনারে অবস্থান নেবে। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা না হবে, ততক্ষণ আমরা শহীদ মিনারে থেকে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাব। একদিকে এখানে আমাদের লাগাতার ২৪ ঘণ্টা কর্মসূচি চলবে। অন্যদিকে সারা দেশের সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *