খেলাধুলা

‘সবাই এ চ্যালেঞ্জ নিতে পারে না’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থা একেবারেই নড়বড়ে। ক্রিকেটের এই আদি ফরম্যাটটা ২১ বছরেও সেভাবে রপ্ত করতে পারেনি বাংলাদেশ।

২০০০ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ১২৬টি টেস্টে অংশ নিয়ে মাত্র ১৫টিতে জয় পেয়েছে বাংলাদেশ দল। হেরেছে ৯৬টিতে। আর ড্র করেছে ১৭ টেস্টে।

২০১৯ সালে ভারত সফরের আগে হঠাৎ করেই টেস্ট দলের দায়িত্ব পান মুমিনুল হক সৌরভ। তার নেতৃত্বে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১১টি টেস্ট, হেরেছে ৮টিতে। ড্র করে মাত্র একটি ম্যাচে। তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্টে জয় পেয়েছে।

টেস্টে এমন বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়তে হয় অধিনায়ক, কোচ ও টিম ম্যানেজমেন্টকে। সেই সমালোচনা এড়িয়ে মাঠে পারফর্ম করা কতটা কঠিন জানালেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

তিনি বলেন, আমার মনে হয় এটা খুবই চ্যালেঞ্জিং। দেখেন আমি চ্যালেঞ্জ নিয়েছি বলে এই সিটে বসে আপনার সঙ্গে কথা বলছি। সবাই এ চ্যালেঞ্জ নিতে পারে না। দল যখন এরকম অবস্থায় যায় তখন গুরুত্বপূর্ণ কীভাবে আপনি এটা দেখেন, কীভাবে রিয়েক্ট করেন। এটা আমার জন্য চ্যালেঞ্জের, সামনে হয়ত আরও চ্যালেঞ্জ আছে। আমি ইতিবাচকভাবে দেখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *