রাশিয়ার সেনারা সামনের সপ্তাহগুলোতে রাজধানী কিয়েভকে ঘিরে ফেলার বিষয়টিকে প্রাধান্য দেবে। সোমবার গোয়েন্দাদের বরাতে এমন খবর জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যদিও রাশিয়া এগিয়ে যেতে পারেনি। কিন্তু কিয়েভ এখনো তাদের প্রধান লক্ষ্য। কিয়েভের উত্তরদিকে প্রচণ্ড যুদ্ধ চলমান আছে।
উত্তর-পূর্ব দিক থেকে দিকে রাশিয়ার যে বহরটি রাজধানী কিয়েভের এগিয়ে আসছিল সেটি এখনো থেমে আছে। কিন্তু হসতোমেলের দিক থেকে কিয়েভে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। তবে এদিক দিয়ে ইউক্রেনের সেনাদের বাধার মুখে পড়ছে রুশ সেনারা।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার বিশাল বহরটি রাজধানী কিয়েভের কেন্দ্র থেকে ২৫ কিলোমিটার দূরে রয়েছে।
এদিকে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রথমদিন থেকেই রাজধানী কিয়েভ দখল করার চেষ্টা চালাচ্ছে রুশ সেনারা। তবে কিয়েভকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনের সেনারা। তারা কিয়েভকে ঘিরে কঠোর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। ফলে চার সপ্তাহ পার হলেও এখনো কিয়েভের দখল নিতে পারেনি রাশিয়া।