জাতীয়

১৫২৫ টাকা কেজিতে বাংলাদেশি ইলিশ পাচ্ছেন ভারতীয়রা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১ হাজার ১৯২ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এই ইলিশ রপ্তানি করা হয়।

দুর্গাপূজা উপলক্ষে সরকার যে ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয় এরই অংশ হিসেবে আখাউড়া দিয়ে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ। এ বন্দর দিয়ে প্রায় ৯০ মেট্রিক টন ইলিশ রপ্তানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রপ্তানিকারক সূত্র জানায়, ১২.৫ ডলার হিসেবে প্রতি কেজি ইলিশের দাম পড়েছে প্রায় ১৫২৫ টাকা। একেকটি ইলিশ প্রায় এক কেজির মতো ওজন। ইলিশ রপ্তানি করছে মাহতাব এন্টারপ্রাইজ। সিএন্ডএফ ছিল কনস্ট্রাকশন।

আরো একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ অক্টোবরের মধ্যে বাকি ইলিশ রপ্তানি হবে।

আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, মাছের তাপমাত্রাসহ অন্যান্য বিষয় তারা পরীক্ষা করে দেখেছেন। মাছ রপ্তানিযোগ্য অনুযায়ী ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি প্রক্রিয়া বন্দরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *