জাতীয়

৫ জানুয়ারি পর্যন্ত আগাম জামিনে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর ৯টি স্থানে বাস পোড়ানোর একাধিক মামলায় ৫ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী। বুধবার সকালে এ সব মামলায় হাইকোর্টের কাছে আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

সুপ্রিম কোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা-১৮ আসনের উপনির্বাচন। এ দিন বিকালে রাজধানীর ৯টি স্থানে বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় বিভিন্ন থানায় ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ নেতাকর্মীকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *