রাজনীতি

পতিত স্বৈরাচার আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে: মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের উদ্যোগে স্থানীয় মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন হলেও তার দোসররা এখনো প্রশাসনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারাই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টাসহ সব রকমের দেশবিরোধী চক্রান্তের সাথে জড়িত। আমাদের সরলতা কিংবা ব্যর্থতায় ফ্যাসিবাদ নামক মুজিববাদ আবার ফিরে এলে দেশ কিংবা জনগন কারো জন্যই তা শুভ হবে না।

তিনি বলেন, আমরা কেউ চাইনা এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক। হাজারো ছাত্রজনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা পতিত মুজিববাদিদের ষড়যন্ত্রে নস্যাৎ হতে দেওয়া যাবে না। পতিত স্বৈরাচার পেছন থেকে আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ এই সরকার ব্যর্থ হলে অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আর সরকার ব্যর্থ হলে আমাদেরকে আবারো সেই আওয়ামী জাহেলিয়াতে ফিরে যেতে হবে।

সাম্প্রদায়িক সংগঠন ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণের ‘উগ্র’ সমর্থকদের বর্বরোচিত হামলায় নিহত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাসুদ সাঈদী বলেন, হাজারো মানুষের আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িত ইসকন সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি বলেন, প্রত্যেক শহরের অলি-গলি থেকে শুরু করে পাড়ায়-মহল্লায় নিজ নিজ উদ্যোগে পাহাড়া বসিয়ে রাতে অবস্থান গ্রহণ করতে হবে। দেশের অস্থিতিশীল অবস্থাকে পুঁজি করে কেউ যেন সনাতনী ধর্মাবলম্বীদের কারো উপরে নাশকতামূলক হামলা করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

বিপ্লবোত্তর গণ মানুষের প্রত্যাশার কথা উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী শুধুই কোনো রাজনৈতিক দল নয়, সামাজিক সংগঠনও নয়, আবার শুধু দাওয়াহ সংগঠনও নয়; বরং জামায়াত দ্বীনের একটি পূর্ণাঙ্গ সংগঠন। এখানে সব উপাদান আছে, কোনো কিছু বাদ নেই। তাই দেশ গঠনে জামায়াতের বিকল্প নাই।

দ্রুত নির্বাচনে দাবি জানিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে। এজন্য সংস্কার কাজে বেশি সময় নেয়া যাবে না। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রের সব অঙ্গকে দুর্নীতি ও দলীয়করণে নষ্ট করে দিয়ে গেছে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তাই এগুলোর সংস্কার জরুরি। যৌক্তিক সময়ের মধ্যে সব সংস্কার কাজ সম্পন্ন করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

নাজিরপুর উপজেলার তারবিয়াত সেক্রেটারী ও ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মাওলানা কাজী মহিউদ্দিন বাহাদুরের সঞ্চালণায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, পিরোজপুর জেলার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সমাবেশে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারী কাজী মোসলেহ উদ্দিন, জাতীয় ইমাম সমিতি নাজিরপুর উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ ফরিদ আহমেদ, ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাসনাত ডালিম, মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদি হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা শাখা সভাপতি শেখ আবু হানিফ।

জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী এর আগে নাজিরপুরের বৈঠাকাটা ডিগ্রি কলেজ আয়োজিত কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও ছাত্রছাত্রীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু চন্দ্র শেখর রায়ের সভাপতিত্বে ও সুভাষ দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, গাজিপুর সিনিয়র মাদরাসার অধ্যাপক মোস্তফা কামাল, বৈঠাকাটা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাদেরসহ আরো অনেকে।

এর আগে মাসুদ সাঈদী সকাল ১১টায় ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *