আন্তর্জাতিক

রাশিয়ার মিসাইল হামলা, বৈঠক ছেড়ে ওঠে পড়তে হলো ইউক্রেনের প্রধানমন্ত্রীকে

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল সোমবার হঠাৎ করে ইউক্রেন সফরে যান। তিনি যান ঝুঁকিপূর্ণ বন্দর নগরী ওডেসাতে। যেই শহর বর্তমানে দখল করার চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী।

আর বন্দর নগরী ওডেসাতে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামহাল।

তবে ওডেসাতে এ দুজনের বৈঠক চলার সময় সেই অঞ্চলটিতে মিসাইল হামলা চালায় রাশিয়া।

আর মিসাইল হামলার কারণে বৈঠকের মাঝখানেই ওঠে পড়তে হয় ইউক্রেনের প্রধানমন্ত্রী এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টকে।

তারা বৈঠক ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। এ বৈঠকটিতে ভিডিও কলের মাধ্যমে যুক্ত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিও।

গণমাধ্যম সিএনএনকে বৈঠকের মাঝ পথে ওঠে যাওয়ার খবরটি জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের একজন কর্মকর্তা।

এদিকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট বিবৃতিতে জানিয়েছেন, ইউক্রেনের জন্য তারা নিজেদের সর্বোচ্চটা দেবেন এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া অব্যহত রাখবেন।

অন্যদিকে যুদ্ধের মধ্যেও ইউক্রেনে সফরে আসায় ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান জেলেনস্কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *