আন্তর্জাতিক

ক্রিমিয়া ঘরে ফিরে এসেছে: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় ক্রিমিয়ার ‘প্রত্যাবর্তনের’ প্রশংসা করেছেন। ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখলের দশম বার্ষিকী উপলক্ষে সোমবার মস্কোর রেড স্কয়ারে আয়োজিত এক সমাবেশ ও কনসার্টে পুতিন এ প্রশংসা করেন।

পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ের এক দিন পর রেড স্কয়ারে হাজারও মানুষের উদ্দেশে ভাষণ দেন।

পুতিন বলেন, ক্রিমিয়া ঘরে ফিরে এসেছে। ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে হাতে হাত রেখে এগিয়ে যাবে।

রাশিয়ার সদ্যসমাপ্ত এই প্রেসিডেন্ট নির্বাচনকে পশ্চিমারা ভাঁওতাবাজির ভোট হিসেবে নিন্দা করছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, যে নির্বাচনে গুরুত্বপূর্ণ বিরোধী প্রার্থীদের দাঁড়াতে দেওয়া হয়নি, তা পুতিনের শাসনামলের দমন–পীড়নের গভীরতা স্পষ্টভাবে তুলে ধরে।

দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার নির্বাচন করার বিষয়টি জাতিসংঘের সনদ ও ইউক্রেনের সার্বভৌমত্বের ঘৃণ্য লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।

জার্মানি একে ‘মেকি-নির্বাচন’ বলে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, এই নির্বাচন স্পষ্টতই অবাধ বা সুষ্ঠু নয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আরেকটি ধোঁকাবাজির নির্বাচন করার অভিযোগ এনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *