আন্তর্জাতিক

তাইওয়ান স্বাধীনতার দিকে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

তাইওয়ান যদি স্বাধীনতার পথে হাঁটে তাহলে তার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইপে যদি রেড লাইন ক্রস করে তাহলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা জিয়াওগুয়াং রাজধানী বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি যদি স্বাধীনতার উসকানি সৃষ্টি করে, শক্তি দেখানোর চেষ্টা করে অথবা কোনভাবে রেড লাইন ক্রস করে তাহলে আমরা শক্ত ব্যবস্থা নেব।

চীনের এ কর্মকর্তা বলেন, আগামী মাসগুলোতে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা এবং বাইরের হস্তক্ষেপ বেড়ে যেতে পারে। আগামী বছর হরমুজ প্রণালীর পরিস্থিতি অনেক বেশি জটিল এবং উত্তপ্ত হয়ে উঠবে।

মা জিয়াওগুয়াং বলেন, তাইওয়ানের সাথে শান্তিপূর্ণভাবে পুনঃএকত্রীকরণের চেষ্টা করবে বেইজিং। কিন্তু তারা যদি স্বাধীনতা ঘোষণার মতো কোনো রেড লাইন ক্রস করে তাহলে প্রয়োজনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *