রাজনীতি

‘বন্যা দুর্গতদের’ পাশে নেতাকর্মীদের চাইলেন ফখরুল

সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ‘বন্যাদুর্গত’ মানুষের পাশে দাঁড়াতে দলের সব স্তরের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, “ভয়াবহ বন্যা ও নদী ভাঙন মোকাবেলায় সরকারের কার্য্কর কোনো পদক্ষেপ না থাকায় বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদী ভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিষহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছে।”

‘দুর্গতদের’ পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

বন্যার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, “সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রামসহ যমুনার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র নদী ভাঙনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে ডুবে গেছে। গ্রামের পর গ্রাম, বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন এবং ফসলি জমি ডুবে গেছে।”
বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকারের তৎপরতা পর্যাপ্ত নয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “জনগণের প্রতি এই গণবিরোধী সরকারের কোনো দায়িত্ববোধ নেই বলে তারা অসহায় মানুষের সাহায্যে কার্য্কর ভূমিকা পালন করছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *