খেলাধুলা

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নদের ঘরে ফেরা

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নেপাল থেকে দেশে ফিরেছে অর্পিতা বিশ্বাসরা। আজ দুপুর আড়াইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে কোচ সাইফুল বারীর শিষ্যরা।

দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েদের জয়রথ ছুটছেই। গত মাসে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে যুগ্ম-চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন লাল-সবুজের মেয়েরা।

রোববার টাইব্রেকারে ভারতকে হারিয়ে নেপালের মাটিতে শিরোপা উৎসব করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে জয়ের কারিগর গোলকিপার ইয়ারজান বেগম। ভারতের পাঁচ শটের তিনটিই তিনি ফিরিয়ে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অর্থ পুরস্কার পাচ্ছে সাফ শিরোপাজয়ীরা।

আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা তো ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন। তাদেরকে আমি ডাকব এবং প্রাইজমানি দিয়ে উৎসাহিত করব।’

এদিকে দেশে ফিরে অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেছে, ‘যাওয়ার আগে বলেছিলাম, ভালো কিছু করতে পারব। সেটা করে দেখিয়েছি। আমি সাবিনা আপু, মনিকা আপুদের দেখেছি। তাদের ফলো করে খেলেছি। গোলকিপার ইয়ারজানের প্রতি আলাদা বিশ্বাস ছিল যে, সে সেভ করতে পারবে। প্রত্যাশার চেয়েও ভালো করেছে সে। সুরভী আকন্দ তার মতো করে খেলেছ। যা চেয়েছি, তাই পেয়েছি।’

টুর্নামেন্টে পাঁচ গোল করা সুরভী আকন্দের ভাষ্য, ‘একজন স্ট্রাইকারের কাজই গোল করা। আমারও তাই। আন্তর্জাতিক আসরে আমার ১৮টি গোল রয়েছে। ভবিষ্যতে গোলের সেঞ্চুরি করতে চাই। গ্রুপপর্বে ভারতের বিপক্ষে করা গোলটিই আমার কাছে সেরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *