খেলাধুলা

বৃষ্টির বাধা এলো শুরুতেই। কমে এলো ম্যাচের দৈর্ঘ্যও।

এরপর প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখে বাংলাদেশের মেয়েরা। ওই রান তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি তাদের।
মঙ্গলবার কলম্বোয় শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ নারী ‘এ’ দল। বৃষ্টির বাধায় ম্যাচটি নেমে যায় ২০ ওভারে। শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১১৩ রান করে স্বাগতিক মেয়েরা। এই রান ৭ উইকেট ও দুই ওভার হাতে রেখে তাড়া করে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক সাথী সন্দীপনী। ৩৯ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন তিনি। ১৪ বলে অপরাজিত ২৫ রান করেন মালশা সাহানি। বাংলাদেশের হয়ে দুই উইকেট করে নেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

রান তাড়ায় নেমে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ৩ বলে ১ রান করে রান আউট হয়ে যান শারমিন সুলতানা। তবে তার সঙ্গী দিলারা আক্তার ৩৪ বলে করেন ৪৭ রান।

দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতি। ৩৪ বলে ৩০ রান করে মুর্শিদা ফিরলেও শেষ অবধি অপরাজিত থাকেন জ্যোতি। ২১ বলে চারটি চার হাঁকিয়ে ২৪ রান করেন তিনি। ১৬ বলে ১১ রান আসে আরেক অপরাজিত রিতু মণির ব্যাটে।

খেলাধুলা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে অক্টোবরে বাংলাদেশ সফর করার কথা দক্ষিণ আফ্রিকার। তবে সম্প্রতি বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ার পর প্রোটিয়াদের বিপক্ষে পুরুষ দলের সিরিজ নিয়েও প্রশ্ন উঠছে। তবে সব শঙ্কা উড়িয়ে এই সিরিজ সূচি অনুযায়ী বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ওরা আমাদের কাছে দেশের পরিস্থিতি জানতে চেয়েছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে তাদের সম্পূর্ণ আশ্বস্ত করেছি’।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই জানিয়ে নাফীস যোগ করেন, ‘আগস্ট মাসের দিকে যে পরিস্থিতি ছিল, এখন সে রকম নেই। আমাদের দৃষ্টিতে কোনো আশঙ্কা দেখছি না। স্বাভাবিকভাবে আমাদের দেশে যেভাবে দ্বিপক্ষীয় সিরিজ চলে, সেভাবেই চলবে’।

ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে দেশটির ক্রিকেট বোর্ড। সব পক্ষের সম্মতিতেই সিদ্ধান্ত নেবে তারা।

প্রসঙ্গত, বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর নিরাপত্তা শঙ্কায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে গেছে, স্থগিত হয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দলের সফর।

খেলাধুলা

চলতি মাসে দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। এই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

রোহিত শর্মাকে অধিনায়ক করে ঘোষিত দলে রয়েছেন নিয়মিত মুখ বিরাট কোহলি, শুভমান গিল, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন।

পেস বিভাগে জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের সঙ্গী হবেন প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া যশ দয়াল।

প্রথম টেস্টের ভারত দল

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, যশ দয়াল।

খেলাধুলা

ভুটানের বিপক্ষে বাংলাদেশের দুই প্রীতি ম্যাচের সিরিজ ১-১ ড্র হয়েছে। প্রথম ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে ভুটানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

তবে আজ দ্বিতীয় ম্যাচ জয় পায়নি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হারতে হয়েছে তাদের। একমাত্র গোলটি করেন ভুটানের কিংগা ওয়াংচুক।

আজও বাংলাদেশের একাদশের বাইরে ছিলেন জামাল ভূঁইয়া। এছাড়া বিশ্বনাথের পরিবর্তে আজ মাঠে নেমেছিলেন ইসা ফয়সাল। আজ অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল সোহেল রানার হাতে। পুরো ম্যাচে ঠিক সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। প্রধামার্ধে ভুটানও খেলেছে ধীরগতির ফুটবল। গোলশূন্য প্রথমার্ধে তেমন উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

বিরতির পর ফাহিমের জায়গায় রাব্বি হোসেন রাহুল নামেন। মোরসালিনের জায়গায় জামাল। তাতে অবশ্য দলের খেলাতে তেমন ধার বাড়েনি। বলার মতো এই অর্ধে আক্রমণও হয়নি। স্বাগতিকরা আগের মতো বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে খেলতে থাকে।

৬৭তম মিনিটে বক্সের ভেতরে ভালো জায়গা থেকে ইয়েশ দর্জির কোনাকুনি শট বেরিয়ে যায় দূরের পোস্টের অনেক বাইরে দিয়ে। একটু পর কিংগা ওয়াংচুকের দুর্বল শট সহজে গ্লাভসে জমান মিতুল।

৭৫ মিনিটে মোরসালিনের জায়গায় জামাল ভূঁইয়া, এবং সোহেল রানা জুনিয়রের বদলি মজিবুর রহমান জনি নামেন। দুই মিনিট পর বক্সে উড়ে আসা বল রাব্বি নাগালে পাওয়ার আগেই ক্লিয়ার করেন ভুটান গোলরক্ষক।

শেষ দিকে আচমকাই গোল হজম করে বসে বাংলাদেশ। ফ্রি কিকের পর সতীর্থের হেড পাসে বক্সে ফাঁকায় থাকা কিংগা ওয়াংচুক নিখুঁত শটে পরাস্ত করেন মিতুলকে। এরপর আর ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য পায়নি বাংলাদেশ।

২০১৬ সালের ১০ অক্টোবর ভুটানের কাছে হেরেছিল ৩-১ গোলে। যে পরাজয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে ‘ভুটান ট্র্যাজেডি’ হয়েই পরিচিত। আজ রবিবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আবারও ভুটানের কাছে হেরে আরও একটি ভুটান ট্র্যাজেডির জন্ম দিল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ১৬ ম্যাচে বাংলাদেশের জয় ১২টি, ভুটানের ২টি, বাকি দুই ম্যাচ ড্র।

খেলাধুলা

জেসিকা পেগুলাকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জয় করেছে আরিনা সাবালেঙ্কা। বিশ্বের দুই নম্বর খেলোয়াড় সাবালেঙ্কার এটি ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ও ইউএস ওপেনের প্রথম শিরোপা।

শনিবার ফাইনালে বেলারুশের সাবালেঙ্কা ৭-৫, ৭-৫ গেমে সরাসরি সেটে পেগুলাকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জণ করেন। এর আগে এ বছরের শুরুতে তিনি টানা দ্বিতীয়বারের মত অস্ট্রেলিয়ান শিরোপা জয় করেছিলেন।

ফাইনালে মার্কিন তারকা পেগুলা দ্বিতীয় সেটে ০-৩ গেমে পিছিয়ে থেকেও ৫-৩ গেমের লিড নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাবালেঙ্কার কাছে আর পেরে উঠেননি। ২৬ বছর বয়সী সাবালেঙ্কা ৪০টি উইনিং শট খেলেছেন। ২০১৬ সালে এ্যাঞ্জেলিক কারবারের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে একই মৌসুমে হার্ড কোর্টের উভয় গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয় করলেন সাবালেঙ্কা।

গত বছরের রানার্স-আপ ও ২০২২ ও ২০২৩ সালের সেমিফাইনালিস্ট সাবালেঙ্কা বলেছেন, ‘এখানে অতীতের সেই কষ্টকর পরাজয়গুলো আমার মনে আছে। বিষয়গুলো মোটেই সহজ নয়। স্বপ্ন দেখা কখনো থামিয়ে দেইনি। শুধুমাত্র সেগুলো অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে গেছি। এই মুহূর্তে কিছু বলার ভাষা আমার নেই। বেশ কয়েকবার ইউএস ওপেনের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম। এটা সবসময়ই আমার স্বপ্ন ছিল। শেষ পর্যন্ত সুন্দর এই ট্রফিটি হাতে তুলতে পেরেছি। আমি নিজেকে নিয়ে দারুন গর্বিত। একইসাথে পুরো দলকে নিয়ে গর্বিত।’

টরেন্টোর শিরোপা নিয়ে পেগুলা নিউ ইয়র্কে খেলতে এসেছিলেন। সিনসিনাতি ওপেনের ফাইনালে সাবালেঙ্কার কাছে হেরে পেগুলাকে রানার্স-আপ শিরোপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। উত্তর আমেরিকান গ্রীষ্ম মৌসুমে হার্ড কোর্টে পেগুলা ১৬টি ম্যাচের মধ্যে ১৫টিতেই জয়ী হয়েছেন।

কাল ফাইনাল শেষে হতাশ পেগুলা বলেছেন, ‘আশা করেছিলাম অন্তত একটি সেটে সে যেন পরাজিত হয়। কয়েক সপ্তাহ আগে সিনসিনাতি ওপেনে আমরা বেশ কঠিন ম্যাচ খেলেছি। সাবালেঙ্কা বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড়। সে খুবই শক্তিশালী একজন খেলোয়াড় এবং প্রতিপক্ষকে কখনই কোন ছাড় দেয়না। তার সাথে খেলার সুযোগ পাওয়াও অনেক বড় বিষয়।’

পেগুলার মার্কিন সতীর্থ কোকো গফের কাছে ২০২৩ ইউএস ওপেনের ফাইনালে পরাজিত হয়েছিলেন সাবালেঙ্কা। শনিবারের ফাইনালেও শুরুতে নিজেকে সেভাবে মানাতে পারেননি। বেশ কিছু ভুল শট খেলে প্রতিপক্ষকে ২-১ ব্যবধানে এগিয়ে যাবার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু শক্তিশালী সাবালেঙ্কা দ্রুতই ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরান। পরবর্তীতে ব্রেক পয়েন্ট নিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে যান। ৩০ বছর বয়সী পেগুলা শেষ পর্যন্ত সাবালেঙ্কার শক্তির কাছে পরাজিত হয়েছেন। আর্থার এ্যাশে স্টেডিয়াম ভর্তি দর্শকের সমর্থণও তাকে এগিয়ে যেতে দেয়নি।

ফাইনালের পথে পেগুলা শেষ আটে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইগা সোয়াইটেকের পর সেমিফাইনালে ক্যারোলিনা মুচোভাকে পরাজিত করেছেন। ২-৫ ব্যবধানে পিছিয়ে থেকে পেগুলা ৫-৫’এ সমতা ফেরান। সাবালেঙ্কার সেট জয়ের সার্ভিস ব্রেক করেন পেগুলা। ১২তম গেমে পেগুলা চারটি সেট পয়েন্ট রক্ষা করেন। কিন্তু পঞ্চম পয়েন্টটি আর বাঁচাতে পারেননি। ৬০ মিনিটের প্রথম সেটে সাবালেঙ্কা ২৫টি উইনিং শট খেলেছেন।

দ্বিতীয় সেটে পেগুলার ডাবল ফল্টের সুবাদে সাবলেঙ্কা ৩-০ ব্যবধানে এগিয়ে যান। যদিও দ্রুতই ম্যাচে ফিরে এসে ৫-৩ ব্যবধানে লিড নেন ৩০ বছর বয়সী মার্কিন তারকা। ১০ম গেমে সাবালেঙ্কা ব্রেক পয়েন্ট আদায় করে সমতায় ফিরেন। শেষ পর্যন্ত পরের দুই গেম জিততে সাবালেঙ্কাকে আর কষ্ট করতে হয়নি।

খেলাধুলা

দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি মাসে ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট খেলবেন নাজমুল হোসেন শান্তরা, দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। আর এই দ্বিতীয় টেস্ট ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দিয়েছে কট্টরপন্থী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা।ভারতীয় সংবাদমাধ্যম এবিপি জানায়, কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ঘিরে হিন্দু মহাসভার হুমকির বিষয়টি ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা।

এর আগে ৬ অক্টোবর গোয়ালিয়রে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দেয় কট্টরপন্থী সংগঠন হিন্দু মহাসভা। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জাভিয়ের ভরদ্বাজ তখন সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে…মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত–বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’

এদিকে হিন্দু মহাসভার হুমকির কারণে দ্বিতীয় টেস্টের ভেন্যু বদলে যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। কানপুরের বিকল্প ভেন্যু হিসেবে ইন্দোরের কথা ভাবা হচ্ছে। যদিও ভেন্যু বদলের ভাবনায় বিষয়ে বিসিসিআই এখনো কিছু জানায়নি।

খেলাধুলা
খেলাধুলা

টেস্টে ভারতকে এখনো হারাতে পারেনি বাংলাদেশ। তবে এর মানে এই নয় যে, কখনো হারাতে পারবে না।

সেজন্যই রোহিত শর্মার দলকে আসন্ন সিরিজের জন্য সতর্ক করে দিলেন ভারতের দুই সাবেক ক্রিকেটার হরভজন সিং ও সুরেশ রায়না।

সম্প্রতি পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দেখছে সিরিজ জয়ের স্বপ্ন। সাদা পোশাকে এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডকেও হারিয়েছে টাইগাররা। তাই সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আত্মবিশ্বাসের কমতি থাকবে না নাজমুল হোসেন শান্তর দলের। তাই বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না বলে জানালেন হরভজন-রায়না।

বার্তা সংস্থা এএনআইকে রায়না বলেন, ‘এখন একটি টেস্ট দল গঠন করা হবে। দিলীপ ট্রফিতে শীর্ষ খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার দারুণ উদ্যোগ নিয়েছে বিসিসিআই। লাল বলের ক্রিকেট খেলে অনেক কিছু জানা যায়। বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না কারণ তাদের দারুণ স্পিন বোলিং আক্রমণ ও কয়েকজন ভালো খেলোয়াড় আছে যারা লম্বা সময় ধরে ভালো খেলছে। অস্ট্রেলিয়া সফরের জন্য দুর্দান্ত প্রস্তুতি হবে এই সিরিজ। ‘

হরভজন বলেন, ‘অসাধারণ একটি সিরিজ হবে। ভারতীয় ক্রিকেট দল খুবই সক্ষম ও সম্ভাবনাময়ী। যদিও বাংলাদেশকে বাতিলের খাতায় ফেলতে পারি না। তারা পাকিস্তানকে প্রথম টেস্টে হারিয়েছে। মাঝেমধ্যে ছোট দলগুলো ম্যাচে ভালো পারফর্ম করে। ‘

ভারতের বিপক্ষে দুই টেস্টের প্রথমটি বাংলাদেশ খেলবে চেন্নাইতে। যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর। কানপুরে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর থেকে। টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

খেলাধুলা

স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হারতে হয়েছিল যুবাদের। তাই ফাইনালের আগে বাড়তি স্নায়ুচাপ ছিল মিরাজুলদের। তবে শেষ পর্যন্ত ওই চাপ তুড়িতে উড়িয়ে দাপুটে পারফম্যান্সে শিরোপা জয় করেছে মারুফুল হকের শিষ্যরা।

অথচ নেপালের আনফা কমপ্লেক্সে প্রথমার্ধে দাপট দেখিয়েছিল স্বাগতিকরা। কিন্তু গোল তাদের জন্য সোনার হরিণ হয়ে থেকেছে। বিপরীতে দারুণ এক ফ্রি কিক থেকে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মিরাজুলের ফ্রি কিক থেকে নেওয়া বাঁকানো শট সাইড পোস্টের ভেতরে লেগে জালে জড়িয়ে যায়। এই গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণের ধার বাড়ায়। যার বদৌলতে এই অর্ধে আরও তিন গোল করতে সক্ষম হয় দল। প্রথম গোলের কারিগর মিরাজুলের পায়েই দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। আসাদুল ইসলাম সাকিবের ক্রসে আসাদুল মোল্লা হেড করে গোলমুখে দেন, মিরাজ চলতি বলে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান মিরাজুল।

প্রথম দুই গোল করা মিরাজুল দলের তৃতীয় গোলটি করান রাব্বি হাসান রাহুলকে দিয়ে। তার পাস ধরেই আনমার্কড অবস্থায় থাকা রাহুল ডান পায়ের নিখুঁত শটে গোল করে বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন।

দলের বেহাল পারফরম্যান্সে ক্ষিপ্ত হয়ে মাঠে বোতল ছুঁড়ে মারেন নেপালি সমর্থকরা। যার ফলে খেলা কিছু সময় বন্ধও থাকে। দর্শকরা তাঁতিয়ে দেওয়ার পর নেপালি ফুটবলারদের খেলায় প্রাণ ফিরে আসে। ম্যাচের শেষভাবে একটি গোলও পেয়ে যায় তারা।

তবে ১০ মিনিট যোগ করা সময় পেলেও আর লক্ষ্যভেদ করতে পারেনি স্বাগতিকরা। উল্টো শেষদিকে পিয়াস আহমেদ নোভা বল জালে জড়ালে বড় জয়ে শিরোপা উৎসব করে লাল-সবুজের প্রতিনিধিরা।

দেশের খ্যাতিমান কোচ মারুফুলের হকের অধীনে এবারই প্রথম অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জয় করল বাংলাদেশের দামাল ছেলেরা।

খেলাধুলা

বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামার ছয় মিনিটের মাথায় হজম করেন গোল। যার ফলে পিছিয়ে থাকা ভারত ফেরে সমতায়।

কিন্তু ৯০ মিনিট শেষে অবিচ্ছিন্নই থাকে দুই দল, খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে দুই পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান গোলরক্ষক মোহাম্মদ আসিফ। বাংলাদেশও তাই ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে পৌঁছে যায় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

নেপালের আনফা কমপ্লেক্সে দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ ব্যবধানে। শুরুতে অবশ্য এগিয়ে যায় বাংলাদেশই। ম্যাচের ৩৬ মিনিটে ডেডলক ভাঙেন আসাদুল মোল্লা। বাঁ প্রান্ত দিয়ে কোনাকুনি শটে ভারতের জালে বল ঢোকাতে চেয়েছিলেন রাব্বি হোসেন রাহুল। তা অবশ্য ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক প্রিয়াংশ দুবে। কিন্তু ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন আসাদুল। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বল ঠেকাতে গিয়ে গগমসার গোয়ারির সঙ্গে সংঘর্ষ বাঁধে বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের। মাঠে বেশ কিছুক্ষণ সেবা-শুশ্রূষা নেওয়ার পর হাসপাতালে পাঠানো হয় তাকে। তাই অনেকটা বাধ্য হয়েই বদলি গোলরক্ষক হিসেবে নামতে হয় আসিফকে। থিতু হওয়ার আগেই গোল হজম করে বসেন তিনি। ৭৫ মিনিটে নাওবা মেইতেই পাঙ্গামবামের কাটব্যাক থেকে ভারতকে সমতায় ফেরান অধিনায়ক রিকি মিতেই হাওবাম।

শেষেও অবশ্য নাটক কম ছিল না। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ভারতীয় গোলরক্ষকের পথ আটকানোয় লাল কার্ড দেখেন বাংলাদেশের কামাকাই মারমা। ৯০ মিনিট শেষে ব্যবধান ১-১ থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। আসিফও পেয়ে যান শাপমোচনের সুযোগ। প্রথম পেনাল্টিতেই ভারতের থাংলালসুন গাংতের নেওয়া শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। পরের তিনটি শট অবশ্য আটকাতে ব্যর্থ হন এই গোলরক্ষক। তবে শেষ পেনাল্টি নিতে আসা আকাশ তিরকের শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি। রুখে দেন ভারতের ফাইনালে যাওয়ার পথও।

বাংলাদেশ অবশ্য একটি শট কম নিয়েছে। তবে চারটি শটের প্রতিটিতেই গোল এনে দেন- পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন, শাকিল আহাদ তপু ও আশরাফুল হক আসিফ। ফাইনালে আগামী ২৮ আগস্ট স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।