আন্তর্জাতিক

রাশিয়ার কাছে যু্ক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র মজুদ আছে- এমন হুমকি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা মন্ত্রী নিকোলাই প্যাটরুশেভ। খবর আলজাজিরার।

তিনি বলেন, যে কোনো শত্রুর মোকাবিলা করার মতো সামর্থ্য রাশিয়ার আছে। যদি রাশিয়ার অস্তিত্ব সংকটে পড়ে তবে যুক্তরাষ্ট্র হলেও তাকে ধূলিসাৎ করে দেওয়া হবে।

রুশ গণমাধ্যম রোশিকায়া গ্যাজেটায় এসব কথা বলেন তিনি। নিকোলাই প্যাটরুশেভ আরও বলেন, আমেরিকানরা অন্যের জন্য পাতা ফাঁদে নিজেরাই পড়ে গেছে।

এর আগে পুতিনকে গ্রেফতার করা হলে জার্মানিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

ইউক্রেন যুদ্ধ ঘিরে পরোক্ষ যুদ্ধে জড়িয়ে গেছে চীন-রাশিয়া ও পশ্চিমা জোট। সম্প্রতি কথার লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একদিকে মস্কো সফর করে মাঠ গরম করেছেন শি জিনপিং। অন্যদিকে চীনের ওপর রাশিয়াকে সহায়তার অভিযোগ করছে যুক্তরাষ্ট্র।

রাশিয়া-চীন সম্পর্ক নিয়ে পুতিন বলেন, চীন ও রাশিয়া কোনো ধরনের সামরিক জোট গড়ছে না, তবে আমরা একে অপরকে সামরিক সহযোগিতা করছি।

এদিকে পরিস্থিতি আরও ঘোলাটে করেছে বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র স্থাপনের ঘোষণা। এ বিষয়ে পুতিন বলেন, এটা অস্বাভাবিক নয়। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এ ধরনের কাজ করছে।

আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশ সরকার ও জনগণের অসাধারণ সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এক অভিনন্দন বার্তায় তিনি এ কথা বলেন। বার্তায় তিনি বলেন, চীন-বাংলাদেশ বন্ধুত্বের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তা আরও শক্তিশালী হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো বার্তায় শি বলেন, ‘আমি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেই এবং চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসে চীন সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

শি জিনপিং বলেন, সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক উদ্যোগে অসামান্য অগ্রগতি সাধন করেছে এবং স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে গভীর রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে কার্যকর সহযোগিতা ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। আমাদের ‘দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ দুই দেশের জন্য সত্যিকার সুফল বয়ে এনেছে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং যথাক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে পৃথকভাবে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

আন্তর্জাতিক

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৪ জন অভিবাসন প্রার্থী নিখোঁজ রয়েছে। তারা সবাই সাব সাহারা অঞ্চলের অধিবাসী।

শনিবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এই নিয়ে গেল দুই দিনে পাঁচটি অভিবাসী বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটল। এতে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজের সংখ্যা সবমিলিয়ে ৬৭।

স্থানীয় কর্তৃপক্ষ মনে করছে নৌকাগুলো ইতালির দিকেই যাচ্ছিল। তিউনিসিয়ার কোস্ট গার্ড গেল দুই দিনে ইতালিগামী ৫৬টি নৌকা থামিয়ে দেওয়ার কথা জানিয়েছে।

দেশটির ন্যাশনাল গার্ড জানিয়েছে, অবৈধভাবে দেশ ত্যাগ চেষ্টার সময় তারা তিন হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, ইউরোপে পাড়ি দেওয়ার ক্ষেত্রে আফ্রিকানদের কাছে তিউনিসিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেশটির উপকূল থেকে অনেকেই নৌকায় ভেসে ইতালিতে যাওয়ার চেষ্টা চালায়।

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে মার্কিন সরকার আয়োজিত সংসদীয় বিতর্কে অতীতের সব রেকর্ড ভেঙে টানা ১৪৪টি বিতর্কে জিতে সেরা বিতার্কিক হয়েছেন বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী শাহ মুহাম্মদ রাকিব হাসান।

সে মেধায় মার্কিনিসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭৩ দেশের প্রতিযোগীদের রীতিমতো অবাক করে দিয়ে হোয়াইট হাউস রেকর্ড বুকে তার নাম অন্তর্ভুক্ত করে নিয়েছে।

২৮ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ওয়াশিংটন হোয়াইট হাউস সাউথ কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিরতণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিশেষ অতিথি জেফ জায়েন্টস। তবে পাসপোর্ট না থাকায় রাকিব সরাসরি পুরষ্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারছে না।

শাহ মুহাম্মদ রাকিব হাসান রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ভোরের কাগজ পার্বতীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুলের নাতি। এসব তথ্য নিশ্চিত করেছেন শিক্ষার্থীর পরিবার।

‘বিশ্বের ভবিষ্যত নেতাদের খোঁজা’ শীর্ষক হোয়াইট হাউজ আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

মার্কিন সরকার আয়োজিত সংসদীয় এ বিতর্ক প্রতিযোগিতায় এ বছর সারা বিশ্বের ৭৩ দেশের ৫৩৪ জন বিতার্কিক অংশগ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগিতার ফলাফল গত ১৭ মার্চ হোয়াইট হাউসে প্রকাশিত হয়। মার্কিন সরকার প্রতিবছর একটি ব্রিটিশ পার্লামেন্টারি অথবা এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের আয়োজন করে থাকে।

এতে চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়ান ফেডারেশন, প্রথম রানার আপ হয়েছে কিংডম অব নেদারল্যান্ডস, দ্বিতীয় রানার আপ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইনালের সেরা স্পিকার হয়েছেন হল্যান্ড লোপ মিশিগান (রাশিয়ান ফেডারেশন)। টুর্নামেন্টের সেরা বিতার্কিক হয়েছে বাংলাদেশের শাহ মুহাম্মদ রাকিব হাসান।

উল্লেখ্য, শাহ মুহাম্মদ রাকিব হাসান টানা ১৪৪টি বিতর্কে জিতে অতীতের সব রেকর্ড ভেঙেছেন এবং হোয়াইট হাউস রেকর্ড বুকে তার নাম অন্তর্ভুক্ত করেছেন।

এর আগে সর্বশেষ রেকর্ড করেছিলেন লুই অ্যান্ডারসন। তিনি টানা ১৩৯ বিতর্কে জয়লাভ করেছিলেন।

১৭ বছর বয়সি শাহ মোহাম্মদ রাকিব হাসান রংপুর শহরের লালকুঠি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামরায়পুর গ্রামে।

তার বাবা শাহ মো. আবু সায়েম পেশায় একজন ব্যবসায়ী এবং মা মোছা. রোকেয়া বেগম একজন গৃহিণী। রাকিব জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। ছেলের সাফল্যে গর্বিত মা-বাবা রাকিবের জন্য দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করেছেন।

রাকিব বাংলাদেশে জাতীয় যুব পার্লামেন্ট-২০২২ প্রথম রানার আপ, জাতীয় বিতর্ক-২০১৯ বিজয়ী, বঙ্গবন্ধু জাতীয় মেধা অন্বেষণ ২০২২ রংপুর মহানগর পর্যায়ে প্রথম (সেরা মেধাবী), ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেট নেশনস-২০২৩ ভারবাল মেনশন অ্যাওয়ার্ড, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ইউনাইটেট নেশনস-২০২৩ ভারবাল মেনশন অ্যাওয়ার্ড-২০২২, স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড নটর ডেম কলেজ মডেল ইউনাইটেট ন্যাশন-২০২৩ ভারবাল মেনশন অ্যাওয়ার্ড অর্জনের কৃতিত্ব দেখিয়েছে।

আন্তর্জাতিক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনের তৃতীয় সভায় সভাপতিত্ব করেছেন।
২২ মার্চ বুধবার বাংলাদেশ জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া, তিনি বৃহস্পতিবার বাংলাদেশ গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ডেল্টারেসের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘ওয়াটার ফর পিস: ফোরাম সোর্স টু সি’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন। ‘ফোরাম সোর্স টু সি এ্যাপ্রোস’ এর ওপর ভিত্তি করে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে টেকসই পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কূটনীতিক, জাতিসংঘ এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী নেদারল্যান্ডস সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল প্যানেল অন ডেল্টাস অ্যান্ড কোস্টাল এরিয়াস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

আন্তর্জাতিক

ইউক্রেনের আলভিয়া বন্দরে বিধ্বস্ত বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র জন্য ক্ষতিপূরণ পেয়েছে বাংলাদেশ। এ জাহাজের ক্ষতিপূরণের ২২ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে।

বৃহস্পতিবারের দর অনুযায়ী ১০৫ দশমিক ১২ টাকা ডলারের দাম ধরলে তা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২৩৬ কোটি টাকার মতো। তবে ওই টাকা থেকে প্রায় ৮ মিলিয়ন ডলার প্রিমিয়াম বাবদ কেটে রাখবে বীমা কোম্পানি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ ব্যাপারে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. জিয়াউল হক বলেন, ক্ষতিপূরণ বাবদ যে পরিমাণ টাকা চাওয়া হয়েছে তার পুরোটাই পাওয়া যাচ্ছে। ওই টাকা সাধারণ বীমার কাছে এসেছে। বিএসসি অল্প সময়ের মধ্যেই ওই টাকা পাবে বলে আশা করছি।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ওই বছরের ২ মার্চ অলভিয়া বন্দরে মিসাইল হামলার শিকার হয় ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ। এ হামলায় নিহত হন জাহাজটিতে দায়িত্বরত প্রকৌশলী হাদিসুর রহমান।

পরে জাহাজটিতে আটকে পড়া ২৮ নাগরিককে জীবিত উদ্ধার করা হয়। ওই হামলার পর থেকে জাহাজটি ইউক্রেনের বন্দরেই পড়েছিল। ২০১৮ সালে জাহাজটি ২৫ মিলিয়ন বা আড়াই কোটি ডলারে সংগ্রহ করেছিল সংস্থাটি। যুদ্ধে বিধ্বস্ত হওয়ার আগে এ জাহাজটি বিশ্বের বিভিন্ন বন্দর থেকে পণ্য আনা-নেওয়ার কাজে নিয়োজিত ছিল।

আরও জানা যায়, যুদ্ধকালীন উচ্চ ঝুঁকি এড়াতে বীমা করা ছিল জাহাজটির। পরে যা লন্ডনের লয়েডের ব্রোকার টাইজারসের মাধ্যমে পুনর্বীমাও করা হয়েছিল। জাহাজটির বীমার যে সীমা নির্ধারণ করা হয়েছিল, তাতে সাধারণ বীমার আওতায় ছিল ১০ শতাংশ এবং বাকি ৯০ শতাংশ ছিল টাইজারসের আওতায়।

আন্তর্জাতিক

বিজেপির এক নেতার মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন গুজরাটের সুরাটের একটি আদালত। বৃহস্পতিবার এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদেশ শোনার পর এক টুইটার পোস্টে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে লিখেছেন- আমার ধর্ম সত্য ও অহিংসার ওপর প্রতিষ্ঠিত। সত্যই আমার ঈশ্বর, অহিংস উপায়েই তাকে পেতে হয়।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে বক্তৃতা করার সময় রাহুল গান্ধী অভিযোগ করে বলেছিলেন, ‘সব চোরের নাম কিভাবে মোদি হয়!’ তার এ মন্তব্যের পর বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এইচ ভার্মার আদালত গত সপ্তাহে উভয়পক্ষের চূড়ান্ত যুক্তি শুনানি শেষ করেন এবং রায় ঘোষণার জন্য ২৩ মার্চ দিন ধার্য করেন। বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। তবে তাকে ৩০ দিনের জামিন দেওয়া হয়েছে। এর মধ্যে রায়ের বিরুদ্ধে রাহুলকে উচ্চ আদালতে আপিল করতে হবে। তা না হলে নিয়মানুযায়ী তাকে গ্রেফতার করা হতে পারে।

এনডিটিভি জানিয়েছে, এ মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য বৃহস্পতিবারই গুজরাটের সুরাটে পৌঁছেছেন রাহুল গান্ধী। এরপর কংগ্রেসের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।

এদিকে এ রায়ের পর রাহুল গান্ধীর বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী এক টুইটার পোস্টে লিখেছেন- ‘ভয় দেখিয়ে, শাস্তি দিয়ে, বৈষম্যমূলক আচরণ করে রাহুল গান্ধীজির কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হচ্ছে। আমার ভাই কখনো ভয় পায়নি। সে কখনো ভীতু হবে না। সে সত্য কথা বলে বেঁচে আছে এবং সত্য কথা বলতেই থাকবে। সত্যের শক্তি ও কোটি কোটি মানুষের ভালোবাসা তার সঙ্গে আছে।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও বিরোধী নেতাদের ‘শেষ’ করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপি সরকারের বিরুদ্ধে। তিনি বলেছেন, ‘রাহুল গান্ধীর সঙ্গে আমার মতভেদ আছে, কিন্তু তাকে মানহানির মামলায় ফাঁসানো ঠিক নয়। আমি আদালতকে সম্মান করি, কিন্তু এই রায়ের সঙ্গে একমত নই।’
কংগ্রেস প্রধান মালিকার্জুন খার্গে বলেছেন, ‘আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আমরা আইন ও বিচার ব্যবস্থায় বিশ্বাস করি এবং আইন অনুযায়ী আমরা এ রায়ের বিরুদ্ধে লড়াই করব।’

আন্তর্জাতিক

যুক্তরাজ্য ইউক্রেনকে ইউরেনিয়াম বর্জ্যসমৃদ্ধ ট্যাঙ্ক ও গোলাবারুদ সরবরাহ করলে মস্কো কঠিন প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘এমনটা করলে লন্ডনের জন্য খুব খারাপ কিছু হবে।’ আলজাজরিা, বিবিসি।

ক্রেমলিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের পুতিন বলেন, ‘যুক্তরাজ্য ইউক্রেনে শুধু ট্যাঙ্ক সরবরাহের ঘোষণাই দেয়নি, ইউরেনিয়াম বর্জ্য দেওয়ারও ঘোষণা দিয়েছে। যদি এমনটা ঘটে, তবে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।’

পুতিনের এ হুঁশিয়ারি প্রত্যাখ্যান করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ডিপ্লেটেড’ ইউরেনিয়াম-সমৃদ্ধ আর্মর-ফিয়াসিং ট্যাঙ্কের শেল কয়েক দশক ধরে আদর্শ সমরাস্ত্র। এটির সঙ্গে পারমাণবিক অস্ত্রের কোনো সম্পর্ক নেই। তাদের দাবির বিষয়টি রাশিয়া জানার পরেও ইচ্ছাকৃতভাবে বিকৃত করার চেষ্টা করছে। সম্প্রতি ইউক্রেনকে ‘চ্যালেঞ্জার-২’ ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্র“তি দেয় যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অ্যানাবেল গোল্ডি বলেন, চ্যালেঞ্জার টু ট্যাঙ্কের পাশাপাশি ইউক্রেনে পাঠানোর জন্য সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসাবে ইউরেনিয়াম বর্জ্যও (ডিপ্লেটেড আর্মর-ফিয়াসিং ট্যাঙ্কের শেল) রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই পুতিন ও তার প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাজ্যের উদ্দেশে হুঁশিয়ারি এলো। যুক্তরাজ্য ইউক্রেনকে ‘চ্যালেঞ্জার-২’ ট্যাঙ্কের সঙ্গে ব্যবহারের জন্য যেসব গোলাবারুদ দেবে সেগুলো খুব স্বল্প মাত্রার ইউরেনিয়াম বর্জ্য দিয়ে তৈরি। এগুলো প্রতিপক্ষের ট্যাঙ্ক, বর্ম কিংবা বাংকারের মতো ইস্পাত ভেদ করতে সক্ষম। জাতিসংঘের পরিবেশগত কর্মসূচি এ ধরনের ইউরেনিয়াম বর্জ্যসমৃদ্ধ গোলাবারুদকে ‘রাসায়নিক ও তেজস্ক্রিয় বিষাক্ত ভারী ধাতু’ হিসাবে বর্ণনা করেছে।

ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৪

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ইউক্রেন সফরের মধ্যেই দেশটির একাধিক শহরে নতুন করে হামলা চালাল রাশিয়া। এর মধ্যে কিয়েভ অঞ্চলে আবাসিক এলাকায় একটি ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। বিবিসি।

খবরে বলা হয়েছে, বুধবার ভোরে রিজিশচিভ শহরে দুটি ছাত্রাবাসের ছাদে হামলা হয়েছে। ইউক্রেনীয় উদ্ধার কর্তৃপক্ষ বলেছে, আহতদের মধ্যে ১১ বছর বয়সি এক শিশু রয়েছে।

পৃথক ঘটনায় রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার কর্মকর্তারা বলেছেন, সিভাস্তোপুল বন্দরে বুধবার ইউক্রেনীয় একটি ড্রোন হামলা প্রতিহত করেছে রুশ নৌবাহিনী। সিভাস্তোপুলের রুশ সমর্থিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে বলেছেন, ‘মোট তিনটি বস্তু ধ্বংস করা হয়েছে।’ আরও বলেছেন, নাবিকরা ‘ছোট অস্ত্র’ দিয়ে ড্রোন প্রতিহত করে। এছাড়া ‘বিমান প্রতিরক্ষা’ ব্যবস্থাও কাজ করছিল।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ২০টির বেশি ড্রোন উৎক্ষেপণ করেছে রাশিয়া। সঙ্গে ছিল ক্ষেপণাস্ত্র ও গোলা। ইউক্রেনের জরুরি সেবা বলেছে, রাশিয়ার ড্রোন হামলায় ছাত্রাবাসের ধ্বংসস্তূপে অন্তত চারজন নিখোঁজ রয়েছে। পৃথক একটি রুশ হামলায় দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতে তিন ব্যক্তি আহত হয়েছেন বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক। এদিকে অঘোষিত সফরে গিয়ে ইউক্রেনের বুচা শহর পরিদর্শন করলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। কিশিদার এই সফরকে ‘ঐতিহাসিক সফর’ হিসাবে আখ্যা দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের উদ্দেশে মঙ্গলবার কিয়েভে সরকারি সফরে যান তিনি। কিশিদার সফরের প্রশংসা করে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিনে ঝাপারোভা বলেন, ‘কিশিদার ঐতিহাসিক এই সফর ইউক্রেনের সঙ্গে জাপানের সহযোগিতা ও সংহতিময় সম্পর্কের প্রতীক।’ তিনি আরও বলেন, ‘নিকট ভবিষ্যতে ইউক্রেনের বিজয়ে জাপানের অবদান ও দৃঢ় সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।’

আন্তর্জাতিক

‘জলচক্র ভেঙে দিয়েছে মানুষ। ধ্বংস করেছে বাস্তুতন্ত্র। দূষিত করেছে ভূগর্ভস্থ পানিও।’ বুধবার বিশ্ব পানি দিবসের দিনে শুরু হওয়া জাতিসংঘের ৩ দিনের পানি সম্মেলনে সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

পানিকে মানুষের অধিকার হিসাবে বর্ণনা করে তিনি আরও বলেন, আমরা রক্তচোষার মতো অতি অত্যধিক ব্যবহারের মাধ্যমে মানবতার জীবনরক্ত নিষ্কাশন করছি। বৈশ্বিক উষ্ণতার মাধ্যমে বাষ্পীভূত করছি। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এ সম্মেলনে এদিন প্রায় ৬৫ হাজার অংশগ্রহণকারীসহ এক ডজনেরও বেশি রাষ্ট্রের প্রতিনিধি উপস্থিত ছিলেন। দশকের পর দশক ব্যর্ত আলোচনার পর প্রায় ৪৬ বছর পর এ সম্মেলনের আয়োজন করল জাতিসংঘ।

একই দিনে প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বজুড়ে পানির অপচয় রোধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সেখানে বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশ এখন পর্যন্ত নিরাপদ সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত। আর মৌলিক পয়ঃনিষ্কাশন জন্য নিয়মিত পানির নিশ্চয়তা নেইÑশতকরা হিসাবে এমন মানুষের হার ৪৬ শতাংশ। সংখ্যার হিসাবে বর্তমানে বিশ্বে ২০০ কোটিরও বেশি মানুষের নিরাপদ সুপেয় পাানির নিশ্চয়তা নেই, আর পয়ঃনিষ্কাশনের জন্য নিয়মিত পানির সুবিধা নেই ৩৬০ কোটিরও বেশি মানুষের। আরও বলা হয়, ২০৩০ সালের মধ্যে বিশ্বের সব মানুষের জন্য নিরাপদ সুপেয় পানি এবং পয়ঃনিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পানির নিশ্চিয়তা চায় জাতিসংঘ।

প্রতিবেদনের প্রধান সম্পাদক রিচার্ড ক’নর বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, জাতিসংঘ যে লক্ষ্য নিয়েছে, তা পূরণ করতে হলে এখন থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর ব্যয় করতে হবে ৬০ হাজার কোটি থেকে এক লাখ কোটি ডলার।

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সন্ধ্যায় বঙ্গভবনে পর পর দ’ুটি অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্ক ও ফিলিপাইনের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন এবং তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। রাষ্ট্রদূতরা হলেন- তুরস্ক প্রজাতন্ত্রের রামিস সেন এবং ফিলিপাইন প্রজাতন্ত্রের লিও টিটো এল. আউসান জেআর।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসস’কে জানান, তাদের পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রপতি দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রশংসা করেন এবং বিশেষ করে, পারস্পরিক সুবিধার্থে  বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে দূত হিসেবে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। এখানে তাদের নিজ নিজ দায়িত্ব পালনকালে দেশ দ’ুটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও  রাষ্ট্রপ্রধান আশাবাদ ব্যক্ত করেন।

তুরস্কের রাষ্ট্রদূত তার পরিচয়পত্র দাখিলের পরপরই রাষ্ট্রপতির সাথে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে তিনি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন।

এরপর, রাষ্ট্রপতি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে আবারও সেদেশের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, বাংলাদেশ আগামী দিনে অত্যন্ত বিশ্বস্ত ও পুরনো বন্ধু হিসেবে সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুরস্কের সরকার ও জনগণের পাশে থাকবে। রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য রাষ্ট্রপ্রধান তুরস্কের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে রাষ্ট্রপতি ফিলিপাইনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতকালে উল্লেখ করেন, ফিলিপাইন সরকার ও জনগণ ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে আন্তরিক সমর্থন দিয়েছিল। পরবর্তীতে মুক্তিযুদ্ধের পর, বাংলাদেশকে প্রাথমিক পর্যায়ে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে চমৎকার উল্লেখ করে হামিদ ফিলিপাইন সরকারকে ওষুধ, কৃষি পণ্য, হালকা প্রকৌশল ও পাটজাত পণ্যসহ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলো অন্বেষণ করার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দু’পক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা খাতেও সহযোগিতা অন্বেষণ করতে পারে। রাষ্ট্রপতি হামিদ আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য বাংলাদেশের আবেদনকে সমর্থন করার জন্য ফিলিপাইন সরকারকে অনুরোধ জানান। রাষ্ট্রপতি হামিদ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশে তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রদূতদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূতরা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রপতিকে বলেন, তারা তাদের নিজ নিজ দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারকে তাদের সম্ভাব্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

এ সময়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, বঙ্গভবনে পৌঁছালে অনুষ্ঠানের অংশ হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী দল রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রদূতরা গার্ড অব অনার পরিদর্শন করেন। এসময়ে সেনাবাহিনীর বাদ্যযন্ত্রের সাহায্যে সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয়।