বিনোদন

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের দীর্ঘদিনের প্রেমসম্পর্কের গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। এবার তাদের প্রেমসম্পর্ক প্রকাশ্যে এসেছে এবং তারা দ্রুত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

দীর্ঘসময় ধরেই মেহজাবীন ও রাজীবের সঙ্গে প্রেমসম্পর্কের গুঞ্জন চলছিল মিডিয়াপাড়ায়। অতীতে এ সম্পর্ককে দুজনেই গুঞ্জন বলে এড়িয়ে গেলেও দেশের বাইরে বিভিন্ন লোকেশনের রোমান্টিক মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করতে দেখা যেত। এমনও শোনা গেছে— কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করেছেন মেহজাবীন ও রাজীব। এবার সেই বিয়েরই সামাজিক আনুষ্ঠানিকতা হতে চলেছে।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, লুকিয়ে বিয়ে করেননি মেহজাবীন। চলতি মাসেই বিয়ের সানাই বাজবে। ‘প্রিয় মালতি’র প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ভালোবাসার মাস ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। যদিও রাজীব ও মেহজাবীনের বিয়ে আরও আগেই হওয়ার কথা ছিল। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারিখ পেছানো হয়েছে।

সূত্র আরও জানায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) মেহজাবীনের গায়েহলুদ। একই ভেন্যুতে পর দিন অর্থাৎ আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) বসছে বিয়ের আসর।

এদিকে গত ১৭ ফেব্রুয়ারি মেহজাবীন তার বিয়ের খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন। তবে বিয়ের খবর স্বীকার করলেও তিনি ভেন্যু, তারিখ ও আয়োজন প্রসঙ্গটি এড়িয়ে যান।

উল্লেখ্য, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোর প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’।

বিনোদন

নাটকের অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন দূরে আছেন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে। তবে এ সময়টা বসে ছিলেন না এ অভিনেত্রী।

বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন প্রভা। সেখানে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে মেকআপের ওপর একটি কর্মশালা করেছেন তিনি। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন প্রভা।

কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সার্টিফিকেট। কিন্তু এ বিষয়টি প্রভা এতদিন গোপন রেখেছিলেন। তার ইনস্টাগ্রাম আইডি থেকে বেশ কিছু মেকআপের ভিডিও পোস্ট করা হয়। যা থেকে অনেকেই ধারণা করেন প্রভা হয়তো অভিনয়কে বিদায় জানিয়ে অন্য পেশা বেছে নিয়েছেন।

এ প্রসঙ্গে প্রভাও খোলাসা করেননি কিছুই। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে নীরবতা ভাঙেন প্রভা।

তিনি বলেন, ‘অনেক আগে থেকেই মেকআপের ওপর আমার অন্য রকম ভালোলাগা রয়েছে। কিন্তু সময়ের অভাবে এতদিন শেখা হয়নি। অবশেষে ইচ্ছাটা পূরণ হয়েছে। ভালো একটি জায়গা থেকে শিখতে পেরে নিজের কাছেও বেশ ভালো লাগছে। মূলত ভালোলাগা থেকেই এটি শেখা।’

বিনোদন

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি বলিউডে কাজ করার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, যদি ভালো মানের কোনো প্রস্তাব আসে, তাহলে অবশ্যই তিনি তা বিবেচনা করবেন।

সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওই সময় ভক্তটি তাকে জিজ্ঞাসা করেন, তিনি কি ভারতের সিনেমায় কাজ করবেন? উত্তরে হানিয়া বলেন, ‘যদি প্রকল্পটি উচ্চমানের হয়, তবে আমি অবশ্যই এটি বিবেচনা করব’।

হানিয়া আমির স্বভাবতই তার মনোমুগ্ধকর উপস্থিতি ও শক্তিশালী অভিনয়ের জন্য পাকিস্তানের বিনোদন জগতে সুপরিচিত।

লাস্যময়ী পাকিস্তানি তারকার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সিনেমা জগতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। যা বরাবরই আলোচিত এবং সংবেদনশীল বিষয়।

এদিকে বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত সম্প্রতি বলেছেন, তিনি বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে হানিয়া আমিরকে দেখতে চান। তবে তার এই চাওয়াটা কোনোদিন বাস্তবে রূপ নেবে কিনা, তা সময়ই বলে দেবে।

জানা গেছে, অভিনেত্রী হানিয়া আমির অনেক আগে থেকেই বলিউডের ভক্ত। বিশেষ করে তিনি বলিউড বাদশা শাহরুখ খানকে অত্যন্ত পছন্দ করেন। তার সঙ্গে অভিনয়েও খুব আগ্রহী তিনি।

এর আগে পাকিস্তানি অভনেত্রী হিসেবে মাহিরা খানই শাহরুখের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন।

এদিকে একটি পুরোনো সাক্ষাৎকারে হানিয়া তার শৈশবের কথা স্মরণ করে বলেছিলেন, তিনি ‘একজন প্রাণবন্ত, বুদ্ধিমান এবং রসিক’ ঘরানার একটা মেয়ে। যার ছিল চুল রং করার অদ্ভুত শখ। এমনকি একবার তিনি নিজের চুল নিজেই রং করার চেষ্টা করেছিলেন।

অভিনয়ের দিক থেকে হানিয়া আমির সম্প্রতি পাকিস্তানের সবচেয়ে বড় ড্রামা সিরিজ ‘কাভি ম্যায় কাভি তুম’-এ প্রধান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন। এতে তার বিপরীতে ছিলেন সুপারস্টার ফাহাদ মুস্তাফা। সিরিজটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

যদিও বলিউডে অভিষেকের ব্যাপারে হানিয়ার সিদ্ধান্ত এখনো নিশ্চিত নয়। তবে তার ভক্ত-সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাকে বলিউডের রূপালী পর্দায় দেখা যাবে! সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

বিনোদন

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে তাকে তার ধানমন্ডির বাসভবন থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে মেহের আফরোজ শাওনের জামালপুরে অবস্থিত গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। আর শাওনের এসব পোস্টকে ঘিরে নরুন্দি এলাকার বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ করে এবং তার বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কয়েকদিন আগে জানিয়েছিলেন নতুন একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল থেকে সেটি অবমুক্ত করা হলো।

‘বাগান বিলাস’ শিরোনামে মিউজিক ভিডিওটিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম।এটি মূলত প্রীতম ও এলিটার গান। ভিডিও পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।

জয়া বলেন, ‘এটি আমার কাছে ভিন্ন এক অভিজ্ঞতা। অনেকদিন পর মিজজিক ভিডিওতে কাজ করলাম।’ প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে সর্বশেষ জয়া অভিনীত ‘নকশী কাঁথার জমিন’ নামে একটি সিনেমা মুক্তি পায়। এ অভিনেত্রী এখন ‘জিম্মি’ নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন।

বিনোদন

রাজধানীর হাতিরঝিলে চিত্রনায়িকা নিঝুম রুবিনা অপহরণ চেষ্টায় জড়িত উবারচালক গ্রেপ্তার হয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিত্রনায়িকা নিঝুম অপহরণ চেষ্টায় জড়িত উবারচালককে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।

গত মঙ্গলবার দুপুরে রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি ডেকে রাজধানীর বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে অপহরণের চেষ্টার শিকার হন নিঝুম রুবিনা।

ঘটনার বর্ণনায় নিঝুম জানিয়েছিলেন, মঙ্গলবার রাস্তা ফাঁকা তারপরও উবারচালক গুলশান রোডে ঢোকেন। তখন গাড়ির স্পিড ছিল প্রায় ৮০ থেকে ১০০। বিষয়টি সন্দেহ লাগলে গাড়ি থামিয়ে নামিয়ে দিতে বলেন চিত্রনায়িকা। তখন চালক ধমকের সুরে বলেন, ‘চুপ থাক, কোনো কথা বলবি না। ’ তারপর গাড়ির গ্লাস তুলে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেন নায়িকা। এক পর্যায়ে গতি একটু কম মনে হলে গাড়ি থেকে লাফ দেন নিঝুম।

পরে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী চিত্রনায়িকা নিঝুম। তদন্ত করে পুলিশ জানায়, যে গাড়িটি দিয়ে অপহরণের চেষ্টা করা হয়েছে তা আরেক চিত্রনায়িকার।

এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে নিঝুম রুবিনা জানান, গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রির একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, কিন্তু এই ঘটনায় সে জড়িত কি না তা এখনও বুঝতে পারছি না। পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টা জানতে পারব।

বিনোদন

আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন কোনান ও’ব্রায়েন।

বৃহস্পতিবার ঘোষণা করা হলো অস্কারের মনোনয়ন তালিকাও।

এবারের মনোনীতদের মধ্যে জায়গা করে নিয়েছে সিনেমা- দ্য ব্রুটালিস্ট, এমিলিয়া পেরেজ, উইকড, কনক্লেভ, আ কমপ্লিট আননোন ও আনোরা। এছাড়া সেবাস্টিয়ান স্ট্যানের দিকেও নজর রাখতে হবে। তিনি তার গোল্ডেন গ্লোব জয়ের পর ডাবল মনোনয়নের মাধ্যমে আলোচনায় এসেছেন।

দেখে নেওয়া যাক এবারের মনোনয়ন কারা পেলেন:

সেরা সিনেমা

আনোরা
দ্য ব্রুটালিস্ট
এ কমপ্লিট আননোন
কনক্লেভ
ডুন: ​​পার্ট টু
এমিলিয়া পেরেজ
আই’ম স্টিল হিয়ার
নিকেল বয়েজ
দ্য সাবস্ট্যান্স
উইকড

সেরা পরিচালক

আনোরা
দ্য ব্রুটালিস্ট
এ কমপ্লিট আননোন
এমিলিয়া পেরেজ
দ্য সাবস্ট্যান্স

সেরা অভিনেতা

অ্যাড্রিয়েন ব্রডি, দ্য ব্রুটালিস্ট
টিমোথি চালামেট, আ কমপ্লিট আননোন
কোলম্যান ডোমিঙ্গো, সিং সিং
রে ফিয়েনেস, কনক্লেভ
সেবাস্টিয়ান স্ট্যান, দ্য অ্যাপ্রেন্টিস

সেরা অভিনেত্রী

সিনথিয়া এরিভো, উইকড
কার্লা সোফিয়া গ্যাসকন, এমিলিয়া পেরেজ
মাইকি ম্যাডিসন, অ্যানোরা
ডেমি মুর, দ্য সাবস্ট্যান্স
ফার্নান্ডা টরেস, আই’ম স্টিল হিয়ার

সেরা পার্শ্ব অভিনেতা

ইউরা বোরিসভ, অ্যানোরা
কিরান কুলকিন, আ রিয়েল পেইন
এডওয়ার্ড নর্টন, আ কমপ্লিট আননোন
গাই পিয়ার্স, দ্য ব্রুটালিস্ট
জেরেমি স্ট্রং, দ্য অ্যাপ্রেন্টিস

সেরা সহ-অভিনেত্রী

মনিকা বারবারো, আ কমপ্লিট আননোন
আরিয়ানা গ্র্যান্ডে, উইকড
ফেলিসিটি জোন্স, দ্য ব্রুটালিস্ট
ইসাবেলা রোসেলিনি, কনক্লেভ
জো সালদানা, এমিলিয়া পেরেজ

সেরা পোশাক নকশা

এ কমপ্লিট আননোন
কনক্লেভ
গ্ল্যাডিয়েটর II
নোসফেরাতু
উইকড

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং

এ ডিফারেন্ট ম্যান
এমিলিয়া পেরেজ
নোসফেরাতু
দ্য সাবস্ট্যান্স
উইকড

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম

বিউটিফুল মেন
ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস
ম্যাজিক ক্যান্ডিস
ওয়ান্ডার টু ওয়ান্ডার
ইয়াক!

সেরা লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম

এ লিয়েন
অনুজা
আই অ্যাম নট আ রোবট
দ্য লাস্ট রেঞ্জার
দ্য ম্যান হু ওয়াড নট রিমেইন সাইলেন্ট

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য

এ কমপ্লিট আননোন
কনক্লেভ
এমিলিয়া পেরেজ
নিকেল বয়েজ
গান গাও

সেরা মৌলিক চিত্রনাট্য

অ্যানোরা
দ্য ব্রুটালিস্ট
এ রিয়েল পেইন
৫ সেপ্টেম্বর
দ্য সাবস্ট্যান্স

সেরা মৌলিক গান

এল মাল,’ এমিলিয়া পেরেজ
‘দ্য জার্নি,’ দ্য সিক্স ট্রিপল এইট
‘লাইক আ বার্ড,’ সিং সিং
‘মি ক্যামিনো,’ এমিলিয়া পেরেজ
‘নেভার টু লেট,’ এলটন জন নেভার টু লেট

সেরা মৌলিক সুর

দ্য ব্রুটালিস্ট
কনক্লেভ
এমিলিয়া পেরেজ
উইকড
দ্য ওয়াইল্ড রোবট

বিনোদন

দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউড থেকে টলিউডের গণ্ডি পেরিয়ে তিনি বলিউডেও পা রেখেছেন।

কাজ হোক বা ব্যক্তিগত জীবন সবটা নিয়েই অভিনেত্রী থাকেন চর্চায়। কিন্তু এর মাঝে আমচাকই পোষ্যকে নিয়ে ছুটলেন চিকিৎসকের কাছে!

লিখলেন তিনি ও তার পোষ্য নাকি ভুগছেন একই অসুখে! হঠাৎ কী হল নায়িকার?

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে একটি ভিডিও পোস্ট করেন জয়া আহসান। সেখানে দেখা যায় নিজেকে ও পোষ্যকে গরম পোশাকে ঢেকে গাড়িতে করে চিকিৎসকের কাছে যাচ্ছেন অভিনেত্রী।

ভিডিওটি পোস্ট করে নায়িকা ক্যাপশনে জয়া আহসান লেখেন, আমার বাড়ির সবচেয়ে ছোট সদস্য জিমির সঙ্গে আলাপ করুন। আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ আমাদের দুজনেরই ঠান্ডা লেগে গিয়েছে।

অভিনেত্রীর ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নানা কমেন্টে ভরে গিয়েছে। এই শীতের সময়ে এখন ঘরে ঘরে সর্দি-কাশি। তাই এক অনুরাগী লিখেছেন, তোমাদের দুজনকেই সুন্দর লাগছে। জানো আমারও অবস্থা তোমাদের মতো। আমারও খুব সর্দি-কাশি হয়েছে, কান-নাক সব বন্ধ, কিন্তু তবুও পার্টি করছি। তোমরা দুজন নিজের স্বাস্থ্যের খুব যত্ন নাও।

এ মুহূর্তে জয়া আহসান ‘জিম্মি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। এতে তিনি একজন সরকারি চাকরিজীবী নারীর চরিত্রে অভিনয় করেছেন।

এদিকে বাংলাদেশ-ভারত দুই দেশ মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়ার। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ওসিডি’ সিনেমা। এছাড়া দেশে মুক্তির তালিকায় রয়েছে ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

বিনোদন

ধনকুবের ইলন মাস্ক। সম্পদ কিংবা তার নিত্যনতুন আবিষ্কার নিয়ে হরহামেশা-ই খবরের শিরোনাম হন। ফের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছের এই বন্ধু শিরোনামে। তবে এবার সম্পদ বা কোন আবিষ্কার নয়, বরং ওজন কমিয়ে আলোচনায় এসেছেন তিনি।

এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক ওজন কমানোর সংগ্রামের গল্প নিয়ে হাজির হয়েছেন। কীভাবে তিনি ওজন কমিয়েছেন তা সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন এই শীর্ষ ধনকুবের।

হুট করেই ওজন কমিয়ে হাজির হয়ে সবাইকে বিমোহিত করেছেন ইলন। তার অনুসারীরাও এতে হতবাক। ওজন কমানো নিয়ে নিজের অনুসারীদের পরামর্শ দিয়েছেন এই ধনকুবের।

ইলন মাস্ক জানান, ওজেমপিকের (ওজন কমানোর ওষুধ) পরিবর্তে মৌনজারো নামের একটি ইনজেকশন নিয়েছেন তিনি। আর এতেই তার ওজন আগের তুলনায় কমেছে। তবে, ইনজেকশনটি নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শের কথাও বলেছেন এই ধনকুবের।

নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) স্যান্টা ক্লসের পোশাক পরিধান করে একটি ছবি পোস্ট করেছেন ইলন মাস্ক। সেই ছবির ক্যাপশনে তিনি লেনে, ‘ওজেমপিক সান্টা। ওজেমপিকের চেয়ে মৌনজারো আমার দেহে বেশি কার্যকর। ওজনপিক আমাকে মোটা করে তুলেছিল।’

বিনোদন

পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নিয়েছিল ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’। সেই অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছিল ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামে একটি সংগঠন। এতে আহত হন বেশ কয়েকজন। এই হামলার ঘটনায় সরব রয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে হামলার নিন্দা জানান জয়া। একইসঙ্গে বৈষম্য নিয়ে ছুড়ে দেন প্রশ্ন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফেসবুকে দেওয়া পোস্টে জয়া লেখেন, ‘আদিবাসী’ নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো, সেটা মর্মান্তিক। এই রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের জখম-আত্মা থেকেই বের হলো। কারণ, বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে আদিবাসীরাও শরিক হয়েছিল।

তিনি আরও লেখেন, ‘একদিকে আমরা সংবিধানের বৈষম্য দূর করতে চাচ্ছি, অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে আদিবাসীদের ওপর হামলা করছি। আমাদের ইমান ঠিক আছে তো? এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক।’

এদিকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। অন্যদিকে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ছাড়া রাঙামাটি ও খাগড়াছড়িতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।