বিনোদন

ক্রমাগত ধুঁকতে থাকা ঢাকাই চলচ্চিত্রের মহামারীকালের নিস্তরঙ্গ বছরে তরঙ্গ তুলেছিল চিত্রনায়িকা পরীমনির ধর্ষণের অভিযোগ তোলা, আর পরে মাদকের মামলায় নিজেরই কারাগারে যাওয়া। পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের রেহানা মরিয়ম নূর’র মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাও ছিল আলোচিত ঘটনা।

গত কয়েক বছর ধরেই দেশের চিত্রনায়িকাদের মধ্যে আলোচনায় ছিলেন পরীমনি। তবে তা সিনেমার জন্য। কিন্তু এবার তিনি ঝড় তুললেন ভিন্ন ঘটনা নিয়ে।

বছরের মাঝামাঝিতে ১৩ জুন রাতে হঠাৎই এক ফেইসবুক পোস্টে ‘ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার’ অভিযোগ তোলেন তিনি। অভিযো্গ করেন এক ব্যবসায়ীর বিরুদ্ধে। তখন নাম বলেননি, কয়েক ঘণ্টা পর ঢাকার বনানীতে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের নাম নেন তিনি।

তার এই অভিযোগে সোসাল মিডিয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেরও খবর হয়। ব্যাপক আলোচনার মুখে পরদিন সাভার থানায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি ও ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নাসির ইউ মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা নেয় সাভার থানা।

সেই মামলায় পরীমনি বলেন, ৮ জুন রাতে বোট ক্লাবে নাসির ‘ধর্ষণের চেষ্টা’ করেছিলেন তাকে; যদিও নাসির তা অস্বীকার করেন।

সংবাদ সম্মেলনে নিজের উপর হওয়া নিপীড়নের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। ছবি: আসিফ মাহমুদ অভিসংবাদ সম্মেলনে নিজের উপর হওয়া নিপীড়নের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। ছবি: আসিফ মাহমুদ অভি
মামলার দিনই ব্যবসায়ী নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ; বোট ক্লাব থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে অবশ্য তিনি জামিনে ছাড়াও পান।

সেই ঘটনার রেশ না কাটতেই ৪ অগাস্ট সন্ধ্যায় পরীমনির বনানীর বাসায় অভিযানে যায় র‌্যাব। তাকে করে গ্রেপ্তার।

র‌্যাব সদস্যরা পরীমনির দরজায় কড়া নাড়লে তিনি ফেইসবুক লাইভে এসে নিজের আতঙ্কের কথা জানান; তার বাসায় ‘ডাকাত পড়েছে’ জানিয়ে লাইভে সবার সহায়তা চাইলে শোরগোল পড়ে যায়।

রাতে পরীমনিকে আটক করে ভিড় ঠেলে তাকে র‌্যাবের সদরদপ্তরে নেওয়ার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কথা জানায় র‌্যাব। পরীমনির বাসায় ‘মিনি বার’ ছিল বলে র‌্যাব দাবি করে।

তবে পরীমনি অভিযোগ করেন, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করার পর এখন চক্রান্ত করে তার ক্যারিয়ার ধ্বংস করা হচ্ছে।

গ্রেপ্তারের পরপরই এফডিসিতে সংবাদ সম্মেলন ডেকে তড়িঘড়ি করে পরীমনিকে বহিষ্কার করে সমালোচনায় পড়েন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমালোচনার মুখে পড়ে তাদের পিছু হটতে হয়। এই সময়ে শিল্পী সমিতির সমালোচনা করে পরীমনির পাশে দাঁড়িয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান।

একমাস কারাবাসের পর হাই কোর্টে হস্তক্ষেপে ৩১ অগাস্ট জামিন পান পরীমনি; ১ সেপ্টেস্বর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আবার আলোচনার জন্ম দেন তিনি তার হাতে লেখা বার্তা দিয়ে।

সেদিন কারা ফটকের সামনে চিত্রগ্রাহকদের ক্যামেরায় ফ্রেম আলাদা নজর কাড়ে পরীমনির হাতে লেখা ‘ডোন্ট’, তার পর তিনটি হৃৎপিণ্ডের চিহ্ন, তারপর ‘লাভ মি বিচ’ এবং সব শেষে উত্থিত মধ্যমা। ছবিটি মুহূর্তে ফেইসবুকে ভাইরাল হওয়ার পর পরীমনি জানান, তার জীবনে ‘দুই মুখো সাপের’ মতো কিছু মানুষদের জন্য সেই বার্তা দিয়েছেন তিনি।

মুক্তির পরে ঢাকার হাকিম আদালতে হাজিরা দেওয়ার পর গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান চিত্রনায়িকা পরীমনি, এ সময় তার হাতের তালুতে দেখা যায় মেহেদীর রঙে লেখা নতুন বার্তা ‘… মি মোর’। ছবি: মাহমুদ জামান অভিমুক্তির পরে ঢাকার হাকিম আদালতে হাজিরা দেওয়ার পর গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান চিত্রনায়িকা পরীমনি, এ সময় তার হাতের তালুতে দেখা যায় মেহেদীর রঙে লেখা নতুন বার্তা ‘… মি মোর’। ছবি: মাহমুদ জামান অভি
পরীমনির অভিযোগ, গ্রেপ্তার ও মুক্তির টানটান থ্রিলারের সঙ্গে কিছুটা রোমান্সের দেখাও মেলে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্কের একটি ভিডিও প্রকাশের পর। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সেই অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আর এ বিষয়ে নীরবই থেকেছিলেন পরীমনি।

মুক্তি পেলেও শুটিংয়ের শিডিউলের ক্যালেন্ডারে আদালতে হাজিরা দিনগুলোকেও চিহ্নিত করে রাখতে হচ্ছে তাকে; হাজিরার ফাঁকে ফাঁকে শুটিংয়ের শিডিউল দিলেও সিনেমায় তাকে পেতে মরিয়া হয়ে ছুটছেন পরিচালকরা।

জামিনে বেরিয়ে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’, চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ চলচ্চিত্রের দৃশ্যধারণ শেষ করেছেন। নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’, চয়নিকার চৌধুরীর আরেক ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’, সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘বায়োপিক’ চলচ্চিত্রের শুটিং করবেন সামনে।

ডিসেম্বরের শেষ সপ্তাহে চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিতব্য ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি। ‘মুখোশ’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

কান চলচ্চিত্র উৎসবে রেহানা মরিয়ম নূরের কলাকুশলীরা।কান চলচ্চিত্র উৎসবে রেহানা মরিয়ম নূরের কলাকুশলীরা।
বাংলাদেশের কান-যাত্রা

স্বাধীনতার পঞ্চাশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পেল এবার।

জুলাইয়ে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের প্রদর্শিত হয় ‘রেহানা মরিয়ম নূর’; উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও হয় আলোচিত।

কানে প্রদর্শনের পর ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, স্ক্রিন ডেইলিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে সিনেমাটি; প্রকাশিত রিভিউয়ে নির্মাণ, গল্প ও অভিনয় প্রশংসিত হয়েছে।

সিনেমাটি দেখে বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপ একে ভারতীয় উপ মহাদেশের ‘শক্তিশালী চলচ্চিত্র’ হিসেবে বর্ণনা করেছেন। নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের জানিয়েছেন শুভকামনা।

রেহানা মরিয়ম নূরের মূল চরিত্র রূপায়ন করেছেন আজমেরী হক বাঁধন।রেহানা মরিয়ম নূরের মূল চরিত্র রূপায়ন করেছেন আজমেরী হক বাঁধন।
রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

এ চলচ্চিত্রে অভিনয় সুবাদে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাঁধন। ২০২১ সালে বিশ্বের আলোচিত ১১ তারকাদের নিয়ে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ‘ভ্যারাইটি’র তালিকায়ও স্থান পেয়েছেন তিনি।

১২ নভেম্বর দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

বছরের শেষভাগে এসে ই-কমার্স কোম্পানি ইভ্যালির বিরুদ্ধে এক ক্রেতার করা মামলায় গায়ক-অভিনয়শিল্পী তাহসান রহমান খান, অভিনয় শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়ার বিরুদ্ধে মামলা নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাদ স্যাম রহমান নামের এক ব্যক্তি নিজেকে ইভ্যালির এক গ্রাহক হিসেবে পরিচয় দিয়ে ৪ ডিসেম্বর ঢাকার ধানমণ্ডি থানায় মামলাটি করেন। তাহসান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, মিথিলা ও শবনম ফারিয়া আট সপ্তাহের আগাম জামিন নিয়েছেন।

গত মার্চে ইভ্যালির পণ্যদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। পরে গ্রাহকদের অসন্তোষ নিয়ে নানা খবরের মধ্যে তিনি ওই ‍চুক্তি বাতিল করার কথা জানান।

ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার মামলা হওয়ার পর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ থাকা অভিনেত্রী মিথিলাও চুক্তি বাতিলের খবর দিয়েছিলেন। আর ওই ই কমার্স কোম্পানির জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা শবনম ফারিয়া চাকরি ছাড়ার কথা জানিয়েছিলেন।

মাহিয়া মাহি যখন স্বামীকে নিয়ে ওমরায়, তখনই তার সঙ্গে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশালীন কথার একটি অডিও ফাঁস হয় সোসাল মিডিয়ায়। সমালোচনার মুখে মুরাদকে গত ৬ ডিসেম্বর মুরাদকে পদত্যাগ করতে হয়। আওয়ামী লীগ থেকেও বহিষ্কার হন তিনি।

মক্কায় থাকা মাহিয়া মাহি বলেন, এই ফোনালাপ দুই বছর আগের। তখন ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রত্যুত্তরের ভাষা আমার জানা ছিলো না’। তবে এখন তিনি বিচার পেয়েছেন বলেই ভাবছেন।

তখন চিত্রনায়ক ইমনের ফোনে কল করেই মাহির সঙ্গে কথা বলেছিলেন মুরাদ। এজন্য ইমনও পড়েন সমালোচনায়। তবে তিনি দাবি করেন, প্রতিমন্ত্রী যে এমন ভাষায় মাহির সঙ্গে কথা বলেছিলেন, তা তিনি জানতেন না।

করোনাভাইরাস মহামারীর মধ্যে হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রেই মুক্তি পেয়েছে বিদায়ী ২০২১ সালে; আর কোনো সিনেমাই ‘ভালো ব্যবসা’ করতে পারেনি বলে জানিয়েছে প্রদর্শক সমিতি।

এর মধ্যে সানী সানোয়ার ও ফয়সাল আহমদের যৌথ পরিচালনায়, আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’, আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ও তরুণ নির্মাতা রনি ভৌমিকের ‘মৃধা বনাম মৃধা’ নিয়ে আলোচনা হয়েছে দর্শক মহলে; প্রশংসা পেয়েছে নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’।

এ বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে বাণিজ্যিক ঘরানার বাইরে ‘ঢাকা ড্রিম’ ও ‘চন্দ্রাবতী কথা’সহ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে ২০২১ সালে।

বছরের শেষ দিনে ৩১ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় আছে ‘রাত জাগা ফুল ও ‘চিরঞ্জীব মুজিব’।

বিনোদন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৯৭২-১৯৭৪ পর্যন্ত তৎকালীন সোভিয়েত রাশিয়ার নৌ বাহিনী কর্তৃক চট্টগ্রাম বন্দরের মাইন অপসারনের উপর ভিত্তি করে ‘স্বাধীনতা টাকা শ্বাস না’ শীর্ষক একটি বিশেষ তথ্যচিত্র মস্কোতে প্রিমিয়ার হয়েছে।

রাশিয়ার চলচ্চিত্রকার ইভগেনি বারখানভ পরিচালিত তথ্যচিত্রটির উদ্ধোধনী শো রাশিয়ার সেলিব্রেটিদের উপস্থিতিতে গত ২৮ ডিসেম্বর মস্কোর সেন্ট্রাল সিনেমা হলে অনুষ্ঠিত হয়।

এ সময় রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান উপস্থিত ছিলেন। এ ছাড়া তথ্যচিত্রের পরিচালক ইভজেনি বারখানভ এবং মাইন অপসারনের সঙ্গে জড়িত তরুণ নৌ বাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন (অব.) নিকোলায়েভিচ কোলোসকভও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

রাষ্ট্রদূত কামরুল আহসান দর্শকদের উদ্দেশে বলেন, ‘৪৪ মিনিটের এই ডকুমেন্টারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু দূর্লভ ভিডিও ফুটেজ রয়েছে, যা এর আগে আমাদের অনেকে কখনো দেখিনি।’

তথ্যচিত্রে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরের ঘটনা দেখানো হয়েছে, কারণ চট্রগ্রাম নৌবন্দরে ডুবে যাওয়া জাহাজ ও মাইনের জন্য চালু করা যাচ্ছিল না। সে সময় পশ্চিমা কোন দেশ আমাদের এই বিষয়ে সাহায্য করার কোন আগ্রহ দেখায়নি।

কিন্তু ১৯৭২ সালের ১ থেকে ৩ মার্চ মস্কোতে রাষ্ট্রীয় সফরের সময় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়ার প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিন ও সোভিয়েত কমিউনিষ্ট পার্টির সেক্রেটারী জেনারেল লিউনিভ ব্রেজনেভকে ডুবন্ত জাহাজ উদ্ধার ও মাইন অপসারনে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করেন।

সোভিয়েত সরকার বঙ্গবন্ধুর অনুরোধে সাড়া দিয়ে ভøাদিভোস্টকে অবস্থিত তাদের প্রশান্ত মহাসাগরীয় নৌঘাটি থেকে প্রায় ৯ শ’ নৌসেনাকে মাইন অপসারন ও নিমজ্জিত জাহাজ উদ্ধার করতে সামরিক নৌ যানসহ চট্রগ্রামে পাঠায়।

তথ্যচিত্রটিতে এডমিরাল ইউরি কনস্ট্যান্টিনোভিচ সেনাটস্কিও রাশিয়ান নৌ বাহিনীর আরো দু’জন উর্ধতন কর্মকর্তার সাক্ষাৎকারের মাধ্যমে মাইন অপসারন ও প্রাসঙ্গিক ঘটনা গুলো দেখানো হয়েছে। এডমিরাল ইউরি চট্রগ্রাম নৌ বন্দরে নিয়োজিত সোভিয়েত নৌ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন।

এডমিরাল ইউরি সাক্ষাৎকারটি দেওয়ার পর পরই ২০২০ সালের কভিড-১৯ লকডাউনের সময় মারা যান।
৪৪ মিনিটের এই তথ্যচিত্রটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ কিছু ভিডিও ফুটেজ রয়েছে যা আমরা অনেকেই আগে কখনো দেখিনি।

বিনোদন

বিশ্ববাজারে কোরিয়ান সিনেমা দারুণ অবস্থান তৈরি করে নিয়েছে। এবার কোরিয়ান সিনেমাতেই পা রাখছেন এক বাঙালি নায়িকা।

কলকাতার এই অভিনেত্রীর নাম এনা। শুরুটা করেছিলেন টিভি সিরিয়াল দিয়ে। এরপর বড়পর্দায় এসে নিজের অবস্থান পোক্ত করেন। শুধু তাই নয়, এ অল্প বয়সে প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন তিনি। এবার এনার পদযাত্রা কোরিয়ার উদ্দেশ্যে।

জানা গেছে, এ সিনেমার প্রযোজক জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং। বিশ্বখ্যাত তারকা জ্যাকি চ্যানকেও দেখা যেতে পারে এতে। যদিও সেটা এখনো চূড়ান্ত হয়নি। এ সিনেমার প্রেক্ষাপট বেশ পুরনো। এতে এনা সাহাকে একজন ভারতীয় রানীর ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে থাকবেন কোরিয়ার দুই জনপ্রিয় নায়ক। সিনেমাটির ৬০ শতাংশ শুটিং হবে কোরিয়ায় এবং বাকি ৪০ শতাংশ ভারতে।

এদিকে এনা সাহা এখন ব্যস্ত রয়েছেন ‘মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি’ সিনেমার কাজে। এটি নির্মাণ করছেন শিলাদিত্য মৌলিক। এছাড়া তিনি অভিনয় করছেন পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’ সিনেমায়। যেখানে বাবা-ছেলের ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন। তাদের সঙ্গী হচ্ছেন এনা।

বিনোদন

নতুন বছরের প্রথম দিনটি (ইংরেজি নববর্ষ) অনেক তারকাই ধুমধাম করে পালন করেন। বলিউডের তারকাদের ক্ষেত্রে বিষয়টি বেশিই দেখা যায়।

এদের অনেকেই আবার ভারত ছেড়ে বিদেশেও পাড়ি জমান।

আসছে বছরটির (২০২২ সাল) শুরুর সময়টা নিজেদের মতো করে পালন করতে ইতোমধ্যে বেশ কয়েকজন তারকা যুগল ভারত ছেড়েছেন। এরমধ্যে রয়েছে চলতি বছরের অনত্যম আলোচিত সিনেমা ‘শেরশাহ’র নায়ক-নায়িকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।

বলিউডে জোড় গুঞ্জন রয়েছে সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন কিয়ারা। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেটে তাদের সম্পর্ক আরও গাঢ় হয়েছে। এই প্রেমিক জুটি ২০২২ সালের প্রথম দিনটি উদযাপন করতে উড়ে গেছেন মালদ্বীপে। সেখানে যাওয়ার আগে এই দুই তারকাকে একসঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে।

বলিউডের আরেক আলোচিত প্রেমিক জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। তাদের প্রেম কাহিনিও সবার জানা। ছুটি কাটানোর সঙ্গে নতুন বছরের শুরুটা মনের মানুষকে সঙ্গে কাটাতে চান এই জুটিও। সিদ্ধার্থ-কিয়ারার মতোই তারাও মালদ্বীপে ছুটি কাটাতে গেছেন।

এদিকে ইতোমধ্যে মুম্বাই ছেড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। নতুন বছরটির প্রথম দিনটি একসঙ্গে কাটানোর জন্যই নাকি তাদের এই সফর। তবে মুম্বাই ছেড়ে এই প্রেমিক জুটি ঠিক কোথায় গেছেন তা জানা যায়নি।

বিনোদন

বলিউড তারকা সানি লিওনের সদ্য মুক্তি পাওয়া মিউজিক ভিডিও ‘মধুবন মে রাধিকা নাচে’ নিয়ে চলছে তুমুল বিতর্ক। এর পরই গানের নাম ও কথা পাল্টে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু তার পরও এই নিয়ে বিতর্ক যেন থামছেই না। ভারতের মুম্বাইয়ের রাস্তায় ওই গানের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা সানির পোস্টারও পুড়িয়ে দেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে জানায়, সানির মধুবন গানের কথা ও অশ্লীল নাচের দৃশ্যের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে ডানপন্থী অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় বজরং দলের সদস্যরা।

শুধু গানের কথা বদলে দেওয়া নয়, গানটি পুরো নিষিদ্ধ করার দাবি তুলেছে এই দুই দল। বিক্ষোভকারীরা সানির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন।

১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোহিনুর’ ছবির জনপ্রিয় গান ‘মধুবন মে রাধিকা নাচে’ গানটির রিমেক ভিডিওতে সানিকে লাল-কালো-সাদা খোলামেলা পোশাকে বৃন্দাবনে রাধার বেশে দেখা গেছে।
সানির নাচ দেখে উত্তরপ্রদেশের মথুরার পুরোহিতরা ক্ষুব্ধ হয়েছেন। রাধার নামে কুরুচিকর গান তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

শুধু তাই নয় মথুরার পুরোহিতদের দাবি, ওই ভিডিওটি নিষিদ্ধ করা হোক। এই ভিডিও হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলেছেন পুরোহিতদের একাংশ। এর পরই মন্ত্রী নরোত্তমের ওই ভিডিও সরিয়ে দেওয়ার জন্য সানিকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন।

নরোত্তম মনে করছেন, এই গানটিতে খোলামেলা পোশাকে নাচ করে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন সানি। গানটি যারা রিমেক করেছেন, সেই শাকিব-তোশির বিরুদ্ধেও একই অভিযোগ এনেছেন তিনি।

বিজেপির মন্ত্রীর এই হুঁশিয়ারির পরেই স্থানীয় সময় রোববার রাতে সারেগামা বিবৃতিতে জানায়, ‘সাম্প্রতিক ঘটনাবলি এবং আমাদের সহ-নাগরিকদের ভাবাবেগের কথা মাথায় রেখে ‘মধুবন’ গানটির কথা এবং নাম বদলে দেব। আগামী তিন দিনের মধ্যে পুরনো ভিডিওটির বদলে নতুন ভিডিও দেখা যাবে নেটমাধ্যমে।’

বিনোদন

পানামা পেপারস মামলায় এবার বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডের।

এর আগেও বচ্চন পরিবারের পুত্রবধূকে দুবার ডাকা হয়েছিল। তখন ঐশ্বরিয়া হাজিরার জন্য সময় চেয়েছিলেন। এবারও তিনি সময় চেয়েছেন।

কর ফাঁকি ও বিদেশে টাকা পাচারের অভিযোগে বিশ্বজুড়ে সেলিব্রিটিদের বিষয়ে তথ্য প্রকাশ করেছে পানামা পেপারস।  এ ঘটনা আলোড়ন সৃষ্টি করে।

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রীর নাম পানামা পেপারসে রয়েছে। তিনি বিদেশে টাকা পাচার করেছে বলে অভিযোগ। সোমবারই তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।

৪৮ বছর বয়সি ঐশ্বরিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শুধু ঐশ্বরিয়া নয়, পানামা পেপারসকাণ্ডে ভারতের আরও কয়েকজন সেলিব্রিটির বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এ তালিকায় ঐশ্বরিয়ার শ্বশুর অভিনেতা অমিতাভ বচ্চনসহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি রয়েছেন।

পানামা পেপারসের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই কেন্দ্র জানিয়েছিল, বিষয়টির ওপর তারা নজর রাখছে।

ভারত সরকারের তরফে খবর, প্রথম পর্যায়ের পানামা পেপারসের তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে সরকার ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছে।

বিনোদন

গ্র্যান্ড ফিনালের মাত্র কয়েক ঘণ্টা আগে মিস ওয়ার্ল্ড ২০২১ স্থগিতের ঘোষণা এসেছে; আয়োজকরা জানিয়েছেন ২৩ প্রতিযোগীসহ ৩৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় ‘সাময়িক বিরতি’ ছাড়া উপায় ছিল না।

এ আয়োজনে অংশ নেওয়া প্রতিযোগী, কর্মী ও দর্শকদের ‘স্বাস্থ্য ও ‍সুরক্ষার’ বিষয়টি বিবেচনা করে পুয়ের্তো রিকোর স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে আয়োজকরা এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

এবারের ৭০তম আসরে বিশ্বের ৯৭ প্রতিযোগী অংশ নেন; করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২৩ জন প্রতিযোগী রয়েছেন। বাকি ১৫ জন কর্মী।

গত ২১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোর রাজধানী সান হোয়ানে এবারের আসর বসেছে; ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে এ আয়োজনের ইতি টানার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে তা স্থগিত করলেন আয়োজকরা।

আয়োজকরা এক বিবৃতিতে জানান, পরবর্তী ৯০ দিনের মধ্যে গ্র্যান্ড ফিনালের আয়োজন করা হবে। প্রতিযোগীদের নিজ দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকতে হবে; স্বাস্থ্য বিভাগের ছাড়পত্র নিয়ে এতে অংশ নিতে পারবেন।

কোভিড আক্রান্ত প্রতিযোগীদের মধ্যে মালয়েশিয়ার লিভানিয়া শিবাজি, ভারতের মানসা বারানসী, ইন্দোনেশিয়ার কারলা ইয়ুসের নাম এসেছে গণমাধ্যমে।

ইন্দোনেশিয়ার কারলা ইয়ুস ইন্সটাগ্রামে এক পোস্টে তার কোভিডে আক্রান্ত হওয়ার খবর দিয়ে জানান, তিনি সুস্থ হওয়ার পথেই আছেন। শারিরীক ও মানসিকভাবে ভালো বোধ করছেন।

ছবি: টুইটার থেকে নেওয়া।ছবি: টুইটার থেকে নেওয়া।এবারের আসরে বাংলাদেশের কোনো প্রতিযোগী অংশ নেননি; মাঝে ভার্চুয়ালি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর আসর বসার কথা থাকলেও তা আর হয়নি।

বৈশ্বিক এ আসরের বাংলাদেশি ফ্রাঞ্চাইজি অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশে করোনাভাইরাস পরিস্থিতি ও পুয়ের্তো রিকোর ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশে এ বছরের আয়োজন করা হয়নি।

২০২২ সালের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

১৯৫১ সালে লন্ডন থেকে বিশ্বের সবচেয়ে পুরনো প্রতিযোগিতাটির আয়োজন করেন যুক্তরাজ্যের নাগরিক এরিক মার্লে। ২০০০ সালে তার মৃত্যুর পর প্রতিযোগিতার দায়িত্ব নেন তার স্ত্রী জুলিয়া মার্লে।

মার্লের কাছ থেকে ২০১৭ সালে পাঁচ বছরের জন্য বাংলাদেশি ফ্রাঞ্চাইজি নেয় অন্তর শোবিজ। পরে ২০১৯ সালে অমিকন এন্টারটেইনমেন্টকে ফাঞ্চাইজি হস্তান্তর করেছে অন্তর শোবিজ।

২০১৭ সালে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জান্নাতুল ফেরদৌস এভ্রিলের নাম ঘোষণার পর বিয়ের তথ্য গোপনের দায়ে তাকে বাদ দিয়ে জেসিয়া ইসলামকে চীনের সানাইয়া শহরে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’র ৬৭তম আসরে পাঠানো হয়।

পরের বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হন রাফা নানজিবা তোরসা।

বিনোদন

আজ ১৬ ডিসেম্বর। বাঙালির যুদ্ধজয়ের উচ্ছ্বাস আর আত্মপরিচয় পাওয়ার দিন।

অসীম রক্তের বদলে বিজয়ের ৫০ বছরপূর্তির দিন। সুবর্ণজয়ন্তী উৎসবে রঙিন হওয়ার দিন আজ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে দেশিয় টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বেশ কিছু মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এবারের আয়োজনে সেসব নাটকের কথাই তুলে ধরা হলো-

‘সেই পুরানো শকুন’

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সেই পুরানো শকুন’। হারুন রশীদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। এতে অভিনয় করেছেন- হারুন রশীদ, ফারহানা মিঠু, খায়রুল বাশার, মোস্তাফিজুর রহমান, সাইদ বাবু, আইনুননাহার পুতুল।

‘সালাম কমান্ডার’

এটিএন বাংলায় রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত পরিচালিত নাটক ‘সালাম কমান্ডার’। নাটকটি লিখেছেন মাসুম রেজা। এতে অভিনয় করেছেন মৌসুমী মৌ, আবুল হায়াত, আল মামুন, ফখরুল বাশার মাসুম।

‘হারিয়ে যাওয়া বাড়ি’

চ্যানেল আইয়ে রাত ৮টায় প্রচার হবে অরুণ চৌধুরী পরিচালিত নাটক ‘হারিয়ে যাওয়া বাড়ি’। এটি ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে ‘বাড়ি’ সিরিজের গল্পে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন ইমন, নাদিয়া নদী, আবদুল্লাহ রানা, অবিদ রেহান, শেলী প্রমুখ।

‘দিন চিরদিন’

একুশে টেলিভিশনে রাত ১০টায় প্রচার করা হবে নাটক ‘দিন চিরদিন’। নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন এ ডি দুলাল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুষমাসরকার, ফারজানা রিক্তা, সূর্যদীপ্ত, শাহরিয়ার মোতালেব প্রমুখ।

‘বীরাঙ্গনা’

বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচারিত ‘বীরাঙ্গনা’। বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন, আনন জামানের চিত্রনাট্যে পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। এতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামাণিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।

‘রবির আবির’

মাছরাঙা টেলিভিশনে রাত ১০টা৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘রবির আবির’। এলিনা শাম্মীর রচনা ও নাটকটি পরিচালনা করেছেন অরণ্য পলাশ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, এলিনা শাম্মী, কাজী রাজুসহ অনেকে।

‘জয় বাংলা’

নাগরিক টিভিতে রাত ৯টায় প্রচার হবে নাটক ‘জয় বাংলা’। তারান্নুম আফরিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন প্রিন্স খান। এতে অভিনয় করেছেন সজল, সাদিয়া জাহান প্রভাসহ আরও অনেকে।

বিনোদন

বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে গান লিখেছেন নিভৃতচারী কবি ও গীতিকার মঞ্জুর-উল-আলম চৌধুরী। গানটির শিরোনাম ‘মহানায়ক’। এ গানের বাণীতে ধরা দিয়েছে বঙ্গবন্ধুর সুগভীর বিশালতা। এ গানে কণ্ঠ দিয়েছেন ওয়ারফেজ ব্যান্ডের সাবেক ভোকালিস্ট মিজানুর রহমান মিজান। ১৩ ডিসেম্বর সন্ধ্যায় অডিও-ভিডিও শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ ব্যানার থেকে গানটি প্রকাশ হয়েছে।

এ উপলক্ষে বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র, সংগীত, নাটক, গণমাধ্যমসহ নানা অঙ্গনের বিশিষ্টজনরা। এ সময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক শহীদুল হক খান, গীতিকার মঞ্জুর-উল-আলম চৌধুরী, কথাসাহিত্যিক মোস্তফা কামাল, জিসিরিজ প্রোডাকশন্সের প্রধান নির্বাহী নাজমুল হক ভূইয়া, সংগীতশিল্পী ফাহমিদা নবী, সাংবাদিক রেজানুর রহমান, মুফতি আহমেদ, গীতিকার মঞ্জুর উল আলমের সহধর্মিণী শামসে আকিদা জাহান, শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মিনু আফরোজ প্রমুখ।

বঙ্গবন্ধুর কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে করা হয়েছে ‘মহানায়ক’ গানের মিউজিক ভিডিও। গানটি জি-সিরিজের ইউটিউব চ্যানেল থেকে আনুষ্ঠানিকভাবে রিলিজ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কয়েকবার তা বাজানো হয়েছে। অনুষ্ঠানে গানটি শুনে উচ্ছ্বসিত প্রশংসা করেন উপস্থিত অতিথি ও দর্শক-শ্রোতারা।

গীতিকার মঞ্জুর-উল-আলম চৌধুরী বলেন, আমার অনেক দিনের ইচ্ছা ছিল বঙ্গবন্ধুকে নিয়ে গান লিখব। বঙ্গবন্ধুকে নিয়ে গান লেখা এত সহজ ছিল না। তার মতো বিশাল ব্যক্তিত্বকে গানের কয়েকটি পঙ্ক্তিতে ধারণ করাও সহজ ছিল না। অনেক দিন থেকেই গানটি লেখার চেষ্টা করছিলাম, গানটির বাণী নিয়ে ভাবছিলাম। ২০১৯ সালের অক্টোবর মাসে সোনার বাংলা ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলাম। তখন আমার মধ্যে জেদ চেপে বসে, বঙ্গবন্ধুকে নিয়ে গানটি লিখতেই হবে। তখন প্রায় ৫ ঘণ্টার ট্রেন জার্নিতে সমগ্র একাগ্রতা নিয়ে গানটি লিখেছিলাম। গানের মধ্যে যদি কিছুটা হলেও বঙ্গবন্ধুর অবয়ব ধরা যায়, তার কীর্তিকে ছোঁয়া যায়, তাহলেই আমার দীর্ঘদিনের শ্রম সার্থক হবে।

বিনোদন

স্বামীর সঙ্গে ওমরাহ পালন শেষে দেশে এসেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার শুটিংয়ে ফেরার পালা।

শিগিগিরই চিত্রনায়ক ইমনের সঙ্গে শুটিংয়ে ফিরছের এই চিত্রকন্যা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন ইমন ও মাহি। এর আগে ‘মাফিয়া’ নামে ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।

চিত্রনায়ক ইমন জানান, একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন তিনি ও মাহি। ওয়েব ফিল্মের নাম ‘কাগজের বিয়ে’। আসছে ১৭ ডিসেম্বর থেকে ঢাকার অদূরে ধামরাইয়ে হবে শুটিং।

ইমন আরও জানান, ‘কাগজের বিয়ে’ ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী। এর প্রযোজক ডি এ তায়েব। তিনিও এই ওয়েব ফিল্মে অভিনয়ও করছেন।

গত ২৪ নভেম্বর মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন মাহি। এরপর মরু অঞ্চলে স্বামীর সঙ্গে রোমান্টিকভাবে বিভিন্ন ছবি তুলে শেয়ার করেছেন। ভক্তরাও হয়েছিল আনন্দিত।

এমন সময়ে মাহি, ইমনের সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি কল রেকর্ড ফাঁস হয়। বিষয়টি নিয়ে দেশের সর্বমহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এ ঘটনায় বেশ চর্চায় রয়েছেন মাহি ও ইমন।